Mysterious Death: বাংলাদেশ সীমান্তে কবর খুঁড়ে তোলা হল ১৪ বছরের কিশোরের দেহ! কী হয়েছিল রহস্যময় বাথরুমে

Basirhat: জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত গত সোমবার। স্থানীয় সূত্রে খবর, সেদিন অষ্টম শ্রেণির পড়ুয়া ওই কিশোরের সঙ্গে নবম শ্রেণির পড়ুয়া বছর পনেরোর অপর এক কিশোর খেলার সময়ে ঝামেলা হয়েছিল। এরপর অষ্টম শ্রেণির পড়ুয়া ওই কিশোর একটি শৌচালয়ে ঢুকেছিল। অভিযোগ, সেই সময়েই অপর কিশোর বাথরুমের দরজা বাইরে থেকে শিকল আটকে দিয়েছিল।

Mysterious Death: বাংলাদেশ সীমান্তে কবর খুঁড়ে তোলা হল ১৪ বছরের কিশোরের দেহ! কী হয়েছিল রহস্যময় বাথরুমে
প্রতীকী ছবিImage Credit source: Twitter

| Edited By: Soumya Saha

May 01, 2024 | 5:06 PM

বসিরহাট: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কবর খুঁড়ে বের করা হল বছর চোদ্দর কিশোরের দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানা এলাকায়। তা নিয়েই চাঞ্চল্য সীমান্তবর্তী অঞ্চলের ওই গ্রামে। জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত গত সোমবার। স্থানীয় সূত্রে খবর, সেদিন অষ্টম শ্রেণির পড়ুয়া ওই কিশোরের সঙ্গে নবম শ্রেণির পড়ুয়া বছর পনেরোর অপর এক কিশোর খেলার সময়ে ঝামেলা হয়েছিল। এরপর অষ্টম শ্রেণির পড়ুয়া ওই কিশোর একটি শৌচালয়ে ঢুকেছিল। অভিযোগ, সেই সময়েই অপর কিশোর বাথরুমের দরজা বাইরে থেকে শিকল আটকে দিয়েছিল। তারপর আর শিকল খোলার কথা মাথায় আসেনি এবং বাড়ি ফিরে যায় নবম শ্রেণির পড়ুয়া কিশোর।

এরপর অনেকটা সময় পেরিয়ে গেলেও বছর চোদ্দর ওই কিশোর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তায় পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও কোনও লাভ না হওয়ায় শেষে বিকেল সাড়ে চারটে নাগাদ অপর কিশোরের বাড়ি যান নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যরা। ওই কিশোরকে চাপ দিতেই তখন নবম শ্রেণির ওই পড়ুয়া ঘটনাস্থলে গিয়ে বাথরুমের দরজা খুলে দেয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। বন্ধ শৌচালয়ের ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় অষ্টম শ্রেণির কিশোরের দেহ।

এদিকে ওই ঘটনার পর মৃত কিশোরের দেহ কবরস্থও করা হয়েছিল। তারপর মঙ্গলবার মৃত কিশোরের পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ অপর নাবালক কিশোরকে গ্রেফতার করে। বুধবার ওই বছর পনেরোর কিশোরকে পেশ করা হয়েছিল জুভেনাইল কোর্টে। শেষে আদালত নির্দেশ দেয়, মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য। সেই মতো আজ বসিরহাট থানার পুলিশ মৃত কিশোরের দেহ কবর খুঁড়ে বের করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।