ব্যারাকপুর: জগদ্দলে ভিকি যাদব খুনের ঘটনায় জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। বিভিন্ন জনকে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশকর্মীরা। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল বছর বাইশের হরেরাম সাউয়েরও। শুক্রবার সন্ধেয় বাড়ির ভিতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় হরেরামের দেহ। এই হরেরাম সাউ মৃত ভিকি যাদবের ঘনিষ্ঠ বলেই পুলিশ সূত্রে খবর। ঘরের ভিতর হোয়াইট বোর্ডের গায়ে লেখা একটি সুইসাইড নোটও। তাতে লেখা রয়েছে, ‘ভিকি ভাইয়ার খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না…’। ভিকি যাদব খুনের ঘটনায় পুলিশি তদন্তের মাঝেই নতুন করে তাঁর ঘনিষ্ঠ এই যুবকের মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ দেহটি উদ্ধার করেছে।
শুক্রবার সন্ধেয় জগদ্দলের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় যুবকের দেহ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে হরেরাম সাউ নামে ওই যুবক। সুইসাইড নোটে লেখা রয়েছে, “আমি ভিকি ভাইয়ার খুনের ব্যাপারে কিছু জানি না। তাও যদি আপনাদের মনে হয়, এই খুনে আমার হাত রয়েছে… তাহলে ঠিক আছে, আমিও ভিকি ভাইয়ার কাছে চলে যাচ্ছি। কিন্তু আমার কথা শুনুন। এই ঘটনায় আমার বা আমার পরিবারের কোনও যোগ নেই।”
সুইসাইড নোটের শেষে ভাইয়ের উদ্দেশে লেখা রয়েছে, “ছোটু তুই তো আমাকে বুঝিস। মাকে দেখে রাখিস ছোটু।” যদিও সেই সুইসাইড নোটটি হরেরাম সাউয়েরই লেখা কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা।