Basirhat: গলায় একাধিক কোপ, বসিরহাটে দেহ উদ্ধার হতেই মহিলার পরিচয় নিয়ে দানা বাঁধছে ধোঁয়াশা

Basirhat Body Recover: দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। মৃতার পরিচয় জানতে কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। একইসঙ্গে পুলিশের সোর্সকেও কাজে লাগানো হচ্ছে। কিন্তু কেন খুন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

Basirhat: গলায় একাধিক কোপ, বসিরহাটে দেহ উদ্ধার হতেই মহিলার পরিচয় নিয়ে দানা বাঁধছে ধোঁয়াশা
চাপা উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 22, 2025 | 8:17 PM

মাটিয়া: অজ্ঞাত পরিচয় মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বসিরহাটের মাটিয়া থানার সাংবেরিয়া এলাকায়। এলাকার একটি ধানের জমিতে ওই মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই আশপাশের অনেক এলাকা থেকেই লোকজন ছুটে আসে। বাড়তে থাকে কৌতূহলী জনতার ভিড়। খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাটিয়া থানার পুলিশ।  

পুলিশ সূত্রে খবর, মৃতার শরীরের একাধিক জায়গায় ধারাল অস্ত্র দিয়ে কোপের চিহ্ন রয়েছে। একাধিক কোপ রয়েছে গলাতেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইরে থেকে খুন করে কেউ ওই এলাকায় দেহ ফেলে দিয়ে গিয়েছে। খুনের পরেও কেটে গিয়েছে বেশ কিছু ঘণ্টা। 

ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। মৃতার পরিচয় জানতে কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। একইসঙ্গে পুলিশের সোর্সকেও কাজে লাগানো হচ্ছে। কিন্তু কেন খুন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ভাবাচ্ছে পুলিশকে। যদিও বিশেষ আলোকপাত করতে পারছেন এলাকার বাসিন্দারা। কোন অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও তদন্তকারীরা বলছেন ময়ানতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে। 

মাস কয়েক আগে গত অগস্টেও হুগলির আরামবাগেও দেখা গিয়েছিল একই ধরনের একটি ঘটনা দেখা গিয়েছিল। ৩১ অগস্ট আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন রেল লাইনের পাশের একটি ঝোপের মধ্যে এক মহিলার পচাগলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ওই দিনই গোঘাটেও দেখা যায় একই ছবি। আরামবাগ- মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কের পাশে গোঘাটের মান্দারণে সকালের দিকেই খালের জলে এক মহিলার দেহ ভেসে উঠতে দেখেন এলাকার লোকজন। দুই মহিলার পরিচয় নিয়েই শুরু হয় শোরগোল।