Panihati Case: স্ত্রীকে সবসময় সন্দেহ, তা বলে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে ভাবতেও পারছেন না পড়শিরা

Panihati: পানিহাটির শ্যামাপল্লির বাসিন্দা গৌতম শী। পেশায় মার্বেল ব্যবসায়ী ছিলেন তিনি।

Panihati Case: স্ত্রীকে সবসময় সন্দেহ, তা বলে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে ভাবতেও পারছেন না পড়শিরা
প্রত্যক্ষদর্শী মলি সরকার। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 9:20 AM

উত্তর ২৪ পরগনা: অন্য কারও সঙ্গে স্ত্রী কথা বলুক, একদমই পছন্দ ছিল না বরের। এমনকী বাড়ির উপরে থাকতেন কাকিমা, তাঁর সঙ্গেও কথা বলা অপছন্দ ছিল। সারাক্ষণ বউকে সন্দেহও করতেন বলে অভিযোগ। রবিবারও এ নিয়ে স্বামী-স্ত্রীর মনোমালিন্য হয়। অভিযোগ, এরপরই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন বছর তিরিশের ওই যুবক। পানিহাটির ঘটনা। জানা গিয়েছে, প্রথমে গায়ে আগুন লাগিয়ে ফেলেন তিনি। এরপরই কুয়োতে গিয়ে ঝাঁপ দেন। দমকলের ইঞ্জিন ও খড়দহ থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।

পানিহাটির শ্যামাপল্লির বাসিন্দা গৌতম শী। পেশায় মার্বেল ব্যবসায়ী ছিলেন তিনি। স্থানীয়দের দাবি, অভাব অনটন সংসারে ছিল না। কিন্তু একটাই সমস্যা ছিল ওই যুবকের। সর্বক্ষণ স্ত্রীকে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে প্রায়শই সংসারে অশান্তি হত। বাড়ির মধ্যেই কাকিমা থাকেন। অভিযোগ, রবিবার ওই কাকিমার সঙ্গে গৌতমের স্ত্রী দাঁড়িয়ে গল্প করছিলেন। স্বামী উপরে যেতে মানা করায় সিঁড়িতে দাঁড়িয়েই কথা বলছিলেন তিনি। এরইমধ্যে বর ফিরে এসে দেখেন সে দৃশ্য।

অভিযোগ, এরপরই শুরু হয় ঝামেলা। গৌতমের স্ত্রী জানান, “ওর প্রথম থেকেই সন্দেহবাতিক। তবু ও যেমন বলত শুনতাম। উপরে কাকিমা বড়ি শুকোতে দিয়েছিল। নীচে সেটা পড়ে গিয়েছিল। আমি তা তুলে সিঁড়ির কাছে রেখে কাকিমার সঙ্গে কথা বলছিলাম। ও আমাকে উপরে যেতে না করেছিল বলে আমি উপরে উঠিওনি। সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছিলাম। ও ভেবেছে আমি উপরে গিয়েছিলাম। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হল। এরপরই ঘরে ঢুকে স্ট্যান্ড ফ্যানটায় একটা লাথি মারে। আমার গায়েও হাত তোলে। এরপরই বেরিয়ে যান। এর কিছুক্ষণ বাদেই আবার ফোন করে আমাকে জঘন্য ভাষায় কথা বলতে থাকে। আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলে।”

অন্যদিকে ওই বাড়িতেই থাকেন মলি সরকার। তাঁকেই কাকিমা বলে ডাকতেন গৌতম। মলিদেবী বলেন, “বউয়ের সঙ্গে ঝগড়া। তাই বউ বাপের বাড়ি চলে গেল সকালে। সন্ধ্যাবেলা শাশুড়ির সঙ্গে ফোনে কী কথা বলল জানি না। এরপরই গায়ে আগুন দিয়ে কাকিমা বলে চিৎকার করে উঠেছে। আমরা ছুটে নেমে এসেছি। শুনেই বুঝেছি কিছু একটা বিপদ হয়েছে। গিয়ে দেখি এই দৃশ্য!” রবিবার রাত ৮টা নাগাদ এই ঘটনা ঘটেছে। মলি সরকার জানান, “ওর একটু সন্দেহবাতিক ছিল। বিয়ের পর পর কারও সঙ্গে বউকে কথা বলতে দিত না। আমাদের সঙ্গেও বউকে কথা বলতে দিত না।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: Behala Case: যুবকের সঙ্গে কথা কাটাকাটি চলছিল, হঠাৎই গায়ে আগুন দিয়ে দৌড় তরুণীর… ভয়ঙ্কর কাণ্ড কলকাতায়

আরও পড়ুন: Asansol By-Election: আসানসোলে পা রেখেই বিরোধীদের ‘খামোশ’ থাকার বার্তা শত্রুঘ্নর

আরও পড়ুন: School Uniform: কেন্দ্রের প্রকল্পে টাকা আসে, যা খুশি তাই করা যাবে না; নীল সাদা পোশাকবিধি নিয়ে কড়া বার্তা শুভেন্দুর