Murder: হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে মেরেছে বাচ্চা ছেলেটাকে, আগুন জ্বলল বিটি রোডে

Agarpara: ইন্তাজ হোসেন চারদিন ধরে নিখোঁজ ছিল। পুকুরে তার দেহ উদ্ধারের পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, একজন চারদিন ধরে বেপাত্তা, অথচ পুলিশ কোনও খোঁজই দিতে পারল না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। তা নিয়েই এদিনের এই ঘটনা। 

Murder: হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে মেরেছে বাচ্চা ছেলেটাকে, আগুন জ্বলল বিটি রোডে
দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Feb 03, 2024 | 9:24 PM

উত্তর ২৪ পরগনা: চারদিন ধরে কোনও খোঁজ ছিল না। শনিবার সেই কিশোরের হাত পা বাঁধা দেহ উদ্ধার হল খড়দহে একটি পুকুর থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আগরপাড়া নিউলাইন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। এদিকে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

অবরোধ তুলতে এলে গোটা এলাকা অশান্ত হয়ে ওঠে। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। সামাল দিতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে যান ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তাঁকে দেখে ক্ষোভ উগরে দেন এলাকার লোকজন। আপাতত নিয়ন্ত্রণে সবটাই। এলাকা থমথমে। পুলিশ টহল দিচ্ছে।

ইন্তাজ হোসেন চারদিন ধরে নিখোঁজ ছিল। পুকুরে তার দেহ উদ্ধারের পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, একজন চারদিন ধরে বেপাত্তা, অথচ পুলিশ কোনও খোঁজই দিতে পারল না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। তা নিয়েই এদিনের এই ঘটনা।

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজা আহমেদ জানান, খুবই গরিব পরিবারের ছেলে ইন্তাজ। বাবা রিকশা চালান। একেবারেই ছোট একটা ছেলে। পুকুর থেকে হাত পা বাঁধা দেহটা যখন উদ্ধার হয়, মুখেও কাপড় গোঁজা ছিল। স্বভাবতই এই মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন।