Body Recovered: দশমীর সকালে রাস্তার ধার থেকে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

Ashoknagar Body Recovered: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ দেখে বোঝার উপায় নেই যুবতীর পরিচয়। কারণ মুখও কিছুটা থেঁতলে গিয়েছে। পাশাপাশি শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত। অশোকনগর ও হাবড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Body Recovered: দশমীর সকালে রাস্তার ধার থেকে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
অশোকনগরে যুবতীর দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 02, 2025 | 2:26 PM

উত্তর ২৪ পরগনা:  দশমীর সকালে রাস্তার পাশে যুবতীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। অশোকনগর পাঁচ নম্বর মোড় এলাকায় যশোর রোডের পাশে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠে দেখে রাস্তার পাশে পড়ে  যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ দেখে বোঝার উপায় নেই যুবতীর পরিচয়। কারণ মুখও কিছুটা থেঁতলে গিয়েছে। পাশাপাশি শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত। অশোকনগর ও হাবড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অশোকনগর হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ কথাবার্তা বলে।  পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবতীর। মৃত যুবতীর নাম পরিচয় জানা যায়নি। আর এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর তিনটে ত্রিশ মিনিট নাগাদ যশোর রোডের ওই ঘটনাস্থলে রক্ত পড়ে থাকতে দেখেছেন তিনি।

পুলিশের একটা বিষয়ে খটকা লাগছে। যদি দুর্ঘটনাতেই মৃত্যু হয়, তাহলে আশপাশে কোনও সেরকম প্রমাণ মিলছে না, ওই যুবতী স্কুটি কিংবা বাইকে ছিলেন কিনা, সেটাও বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে পরিকল্পিতভাবে খুন করে দেহ এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তার আগে ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। রাস্তার ধারে যেহেতু কোনও সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, তাই তদন্তে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে পুলিশকে।