বনগাঁ: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ পড়ুয়াকে মারধর করার অভিযোগ। বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তরুণী । ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের এক ছাত্রী শুক্রবার বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । কিছুদিন আগে ওই তরুণী ও তার বান্ধবীদের সঙ্গে এক যুবকের পরিচয় হয়েছিল। তরুণীর দাবি, কিছুদিন পর ওই যুবক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন।
অভিযোগ, তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে বিভিন্ন সময় কটূক্তি করতেন ওই যুবক। বৃহস্পতিবার সকাল ৮:০০ টায় বনগাঁর ত্রিকোণ পার্ক এলাকায় টিউশন পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। অভিযোগ, তখন ওই যুবক তরুণীর হাত ধরে টানাটানি করেন ও তাঁকে মারধর করেন বলে অভিযোগ । শুক্রবার সকালে তরুণী বনগাঁ থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
তরুণীর বাবার দাবি, তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন । মেয়ে টিউশন পড়তে গিয়ে আক্রান্ত হয়েছে। তরুণীর বাবার অভিযোগ, ” ওই যুবক হুমকি দিয়েছে মেয়েকে মেরে লাশ গুম করে দেবে। অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।”