Bongaon: সর্বস্ব খোয়াতে বসেছিলেন বৃদ্ধ, লাখ লাখ টাকার ব্যাপার, বনগাঁ সাইবার ক্রাইম থানা যা করে দেখাল…
Bongaon: প্রতারকদের ফাঁদে পা দিয়ে তাদের কথামতো টাকা দিতে রাজি হন বৃদ্ধ। পরবর্তীতে তাঁকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। সেই নম্বরে সাড়ে চার লক্ষ টাকা পাঠান নির্মল।

বারাসত: ‘আপনার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে, মামলা থেকে মুক্তি পেতে দিতে হবে মোটা টাকা’, এমনই ফোন পেয়ে চমকে গিয়েছিলেন ৮০ ছুঁই ছুঁই বৃদ্ধ। এভাবেই ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা দেন তিনি। প্রতারকদের কথামতো সাড়ে চার লক্ষ টাকা পাঠিয়েও দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৈরামপুরের বাসিন্দা নির্মল সরকার। ব্যাঙ্কের মাধ্যমে তাদের সেই টাকা দেন ওই বৃদ্ধ। অবশেষে সেই টাকা ফেরত পেলেন তিনি। টাকা ফেরাল বনগাঁ সাইবার ক্রাইম থানা। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃদ্ধের হাতে টাকা তুলে দেওয়া হয়েছে।
বৃদ্ধ জানিয়েছেন, জানুয়ারি মাসের শেষের দিকে তাঁর কাছে একটি ভিডিয়ো কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে জানায় যে তাঁর নামে দিল্লি হাইকোর্টে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। ফোন পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন নির্মল বাবু। মামলা থেকে নিষ্পত্তি চান তিনি। তখন তাঁকে জানানো হয় যে এই মামলা থেকে রেহাই পেতে হলে তাঁকে দিতে হবে সাড়ে চার লক্ষ টাকা।
প্রতারকদের ফাঁদে পা দিয়ে তাদের কথামতো টাকা দিতে রাজি হন বৃদ্ধ। পরবর্তীতে তাঁকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। সেই নম্বরে সাড়ে চার লক্ষ টাকা পাঠান নির্মল। টাকা দেওয়ার কিছুদিন পর তাঁর হুঁশ ফেরে। তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরবর্তীতে বনগাঁ সাইবার ক্রাইম থানায় সব জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন তিনি। খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে পুলিশের কাজের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান নির্মল সরকার।





