Bongaon: শ্বশুরকে বাবা বানিয়ে এদেশের নাগরিক! বনগাঁর পঞ্চায়েত কর্মী বাংলাদেশি অনুপ্রবেশকারী?

Bongaon: পাটশিমুলিয়া ২৪৯ নম্বর বুথে ভোটার তালিকায় সাহিদ মণ্ডলের বাবার নাম ওহিদুল মণ্ডল। আবার এদিকে, সাহিদের স্ত্রী সাবানা মণ্ডলের বাবার নামও ওহিদুল মণ্ডল। বিজেপির অভিযোগ, সাহিদ বাংলাদেশ থেকে এসে সাবানাকে বিয়ে করেন। সাবানার বাবা ওহিদুলকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেন।

Bongaon: শ্বশুরকে বাবা বানিয়ে এদেশের নাগরিক! বনগাঁর পঞ্চায়েত কর্মী বাংলাদেশি অনুপ্রবেশকারী?
সাহিদ মণ্ডলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 19, 2025 | 11:49 AM

উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের অনুপ্রবেশকারী এদেশের পঞ্চায়েত কর্মী। তিনি আবার শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেছেন। বাংলায় SIR আবহেই ভয়ঙ্কর অভিযোগ। ঘটনাটি বনগাঁর পাটশিমুলিয়াতে।

জানা যাচ্ছে, পাটশিমুলিয়া ২৪৯ নম্বর বুথে ভোটার তালিকায় সাহিদ মণ্ডলের বাবার নাম ওহিদুল মণ্ডল। আবার এদিকে, সাহিদের স্ত্রী সাবানা মণ্ডলের বাবার নামও ওহিদুল মণ্ডল। বিজেপির অভিযোগ, সাহিদ বাংলাদেশ থেকে এসে সাবানাকে বিয়ে করেন। সাবানার বাবা ওহিদুলকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেন।

বনগাঁর বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বাগদার বিজেপি মণ্ডল সভাপতি সুমন মণ্ডল। তিনি বলেন, “শ্বশুরকে বাবা বানিয়ে সাহিদ বর্কমানে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ঠিকাকর্মী হিসাবে কাজও করছেন। আসলে সাহিদের বাবা বাংলাদেশের বাসিন্দা। তিনি এদেশে এসেছেন, সবে ৩-৪ বছর হয়েছে। এর মধ্যেই ভোটার লিস্টে নাম তুলেছে, ভোটার কার্ড হয়ে গিয়েছে, বাংলাদেশের কোভিড কার্ড আমাদের কাছে আছে (এটি সংবাদমাধ্যমের সামনেও দেখান তিনি)। এটাই প্রমাণ দেয় সাহিদ বাংলাদেশি।”

যদিও অভিযুক্ত সাহিদের দাবি, “আমি ভারতীয়, অবিবাহিত। আমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবই এখানে রয়েছে। এখানকারই বাসিন্দা। আমার এখানকারও কোভিড কার্ড রয়েছে, সেটা আমি অনলাইন থেকে বার করেও দিতে পারি।” শ্বশুরকে বাবা বানানোর বিষয়ে তিনি বলেন, “মিথ্যা অভিযোগ। আমি অবিবাহিত।”

পঞ্চায়েত প্রধান কামরুন নাহার মণ্ডল বলেন, “সাহিদের বৈধ কাগজপত্র রয়েছে। এখানে কাজও করে। বিজেপি যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তবুও আমরা খোঁজ নিয়ে দেখব।”