Boro Maa Naihati: নৈহাটির বড় মা-র মন্দিরকেই কিনা বেছে নেওয়া হল… বাংলাদেশের এই মহিলার বড় কেসে ধরা পড়ার পরও নির্বিকার, যা প্ল্যান ছিল…

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 09, 2025 | 2:59 PM

Boro Maa Naihati: তাঁর আচরণে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। কী করেছেন ওই মহিলা? পরে জানা যায়, তাঁর আসল পরিচয়। আসলে ওই মহিলা এদেশের বাসিন্দাই নন।

Boro Maa Naihati: নৈহাটির বড় মা-র মন্দিরকেই কিনা বেছে নেওয়া হল... বাংলাদেশের এই মহিলার বড় কেসে ধরা পড়ার পরও নির্বিকার, যা প্ল্যান ছিল...
গ্রেফতার অনুপ্রবেশকারী
Image Credit source: TV9 Bangla

Follow Us

নৈহাটি: নৈহাটির বড়মার মন্দির। প্রতিদিনই কয়েকশো মানুষের ভিড় হয়। চলে পুজো। হাজারও ভিড়ের মাঝে হঠাৎ হানা পুলিশের। নিরাপত্তার জন্য পুলিশ মন্দির চত্বরে মোতায়েন থাকে। কিন্তু এতো বাহিনী! কেউই বুঝতে পারছিলেন না ঠিক কী হয়েছে। তার মধ্যে থেকেই মাঝবয়সী এক মহিলাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকেন পুলিশ কর্তারা। কথার উত্তর দিচ্ছিলেন তিনি। মুখে তখনও লেগে রয়েছে মৃদু হাসি। মহিলাকে গ্রেফতারও করা হল। কিন্তু তাঁর আচরণে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। কী করেছেন ওই মহিলা? পরে জানা যায়, তাঁর আসল পরিচয়। আসলে ওই মহিলা এদেশের বাসিন্দাই নন। তিনি অনুপ্রবেশকারী। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ভারতে প্রবেশ করেছেন তিনি।

জানা গিয়েছে, ওই মহিলার নাম শোভা মল্লিক। তিনি নৈহাটি অরবিন্দ রোড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, এই মহিলার সঙ্গে তাঁর দুই সন্তান, এক ছেলে, এক মেয়ে রয়েছে।

14 ফরেন এ্যাক্ট মামলা রুজু করে তাঁদেরকে  বারাকপুর আদালতে পাঠায় নৈহাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে জানা গিয়েছে। কী কারণে তাঁদের ভারতে প্রবেশ, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Next Article