BSF: এতদিনেও যা করতে পারেনি, এবার টাকা দিয়েই আপোস, সীমান্তে মাস্টারস্ট্রোক BSF-এর

BSF: স্থানীয় বাসিন্দা সাধন ঘোষ বলেন, "আমার বাড়ি-জমি সবটাই কাঁটা তারের মধ্যে চলে গিয়েছে। আমরা শর্ত অনুযায়ী টাকা পেয়ে গিয়েছি, সরেও গিয়েছি। এখন তৎপরতার সঙ্গে কাজ চলছে। আমরা তো এতদিন কোনও ক্ষতিপূরণ পাইনি, তাই জমি দিইনি।"

BSF: এতদিনেও যা করতে পারেনি, এবার টাকা দিয়েই আপোস, সীমান্তে মাস্টারস্ট্রোক BSF-এর
কাঁটাতারে ঘিরছে এলাকা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 10, 2025 | 1:50 PM

বাগদা: সরকারি ছাড়পত্র মিলতেই বাগদার বয়রা সীমান্তে কাঁটা তার বসানোর কাজ শুরু করল বিএসএফ। ইতিমধ্যেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একটাই বক্তব্য, দেশ সুরক্ষিত থাকুক, এটাই তাঁরা চান। বাগদার বয়রা সীমান্তে পাঁচ কিলোমিটারেরও বেশি এলাকায় কাঁটা তার ছিল না। আর তাতেই মাথাব্যথা বাড়ছিল বিএসএফের। বাড়ছিল অনুপ্রবেশের আশঙ্কা। কিন্তু এতদিন বিভিন্ন ক্ষেত্রে জায়গার সমস্যার কারণে এতদিন কাঁটাতার দেওয়া যাচ্ছিল না। সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রেখে ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে জমিদাতাদের ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণের কাজ করা হয়েছে। বয়রাতে ৯০০ মিটারেরও বেশি এলাকায় কাঁটা তার দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।

স্থানীয় বাসিন্দা সাধন ঘোষ বলেন, “আমার বাড়ি-জমি সবটাই কাঁটা তারের মধ্যে চলে গিয়েছে। আমরা শর্ত অনুযায়ী টাকা পেয়ে গিয়েছি, সরেও গিয়েছি। এখন তৎপরতার সঙ্গে কাজ চলছে। আমরা তো এতদিন কোনও ক্ষতিপূরণ পাইনি, তাই জমি দিইনি।”

বাগদার বিডিও প্রসূন কুমার বলেন, “বয়রার যে ক’টা মৌজা রয়েছে, সেখানে যতটা জমি কেনার কথা, তার বেশিরভাগটাই আমরা কিনে ফেলেছি। কিনে বিএসএফ-কে দেওয়ার কথা, সেটাও দেওয়া হয়ে গিয়েছে।”

বয়রা পঞ্চায়েতের উপপ্রধান অসিত মণ্ডল বলেন, “সাড়ে পাঁচ কিলোমিটার এলাকায় কাঁটা তার ছিল না। এখন মানুষ জমিও দিচ্ছে, কাজও হচ্ছে।”