BSF: প্রেম দিবসের দিন সীমান্তের ‘বড় খেলা’ ধরে ফেলল BSF, দিল যোগ্য জবাবও

BSF: বিএসএফ সূত্রে খবর, গত ১৪ই ফেব্রুয়ারি দক্ষিণ বঙ্গ সীমান্তের ১৪৩তম ব্যাটালিয়নের অধীনে বর্ডার আউটপোস্ট (বিওপি) বিথারির কর্মরত জওয়ানরা খবর পান এই এলাকা দিয়ে চোরা-চালান হতে পারে। সেই মতো প্রস্তুত ছিলেন তাঁরা। এরপর আনুমানিক বিকেল পৌনে পাঁচটা নাগাদ একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী বিওপি বিথারি ক্যাম্পের কাছে আসেন।

BSF: প্রেম দিবসের দিন সীমান্তের বড় খেলা ধরে ফেলল BSF, দিল যোগ্য জবাবও
বিএসএফ-ফাঁস করল বড় চক্রImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 15, 2025 | 4:24 PM

উত্তর ২৪ পরগনা: আবার বড় সাফল্য পেল বিএসএফ (BSF)। ১৪ই ফেব্রুয়ারি যখন প্রেম দিবসে মত্ত গোটা দেশ তথা এ রাজ্য। সেই সময় বড়সড় চক্রের পর্দা ফাঁস করল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার এক ব্যক্তিকে হাতেনাতে ধরল আধা সেনা। অভিযুক্তের কাছ থেকে তিন কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বিএসএফ সূত্রে খবর, গত ১৪ই ফেব্রুয়ারি দক্ষিণ বঙ্গ সীমান্তের ১৪৩তম ব্যাটালিয়নের অধীনে বর্ডার আউটপোস্ট (বিওপি) বিথারির কর্মরত জওয়ানরা খবর পান এই এলাকা দিয়ে চোরা-চালান হতে পারে। সেই মতো প্রস্তুত ছিলেন তাঁরা। এরপর আনুমানিক বিকেল পৌনে পাঁচটা নাগাদ একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী বিওপি বিথারি ক্যাম্পের কাছে আসেন। জওয়ানরা আটক করে তাঁকে। দেদার চলে তল্লাশি। তারপরই দেখা যায় বাইকের পেট্রল ভরার ট্যাঙ্কের নিচে একটি গর্ত। সেইখানেই লুকিয়ে রাখা পঁচিশটি সোনার বিস্কুট। তৎক্ষনাত আধিকারিকরা সেগুলিকে বাজেয়াপ্ত করেন। চোরাচালানকারীকে আটক করে।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি জেরায় স্বীকার করেছেন, তিনি উত্তর ২৪ পরগনা জেলার পদমভিলা গ্রামের বাসিন্দা। এবং গত দুই মাস ধরে একজন বাংলাদেশি চোরাচালানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁকে বিথারি বাজারের কাছে রাস্তার ধারে একটি নির্দিষ্ট স্থানে সোনার চালানটি ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যার বিনিময়ে তাঁকে মাত্র ১৫০০ টাকা দেবেন বলে খবর। তবে, বিএসএফের সতর্কতার কারণে, তার পরিকল্পনা ব্যর্থ হয়। বিএসএফ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া ২৫টি সোনার বিস্কুটের ওজন ৩.৪২০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৫ লক্ষ ৯০ হাজার ১৮২ টাকা।