Basirhat Station: বসিরহাট স্টেশন দিয়ে ছুটছে বুলেট ট্রেন! ভিডিয়ো সামনে আসতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল

Basirhat Station: ভিডিয়ো সামনে আসতেই যাত্রীদের মধ্যেও রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে। পক্ষে-বিপক্ষে উঠে আসছে নানা মত। তবে এর সিংহভাগ মানুষই এই ধরনের কাজের বিরুদ্ধেই কথা বলছেন।

Basirhat Station: বসিরহাট স্টেশন দিয়ে ছুটছে বুলেট ট্রেন! ভিডিয়ো সামনে আসতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল
কী বলছেন যাত্রীরা? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 12, 2025 | 3:58 PM

বসিরহাট: কৃত্রিম বুদ্ধিমত্তার জমানায় কিনা হচ্ছে! কখনও স্কুলে ঢুকে পড়ছে বাঘ, কখনও রাত হয়ে যাচ্ছে দিন, কখনও দিন হয়ে যাচ্ছে রাত। কখনও কলকাতায় পড়ছে বরফ, কখনও আবার নেতাদের ঘাড়ে চেপে বসছে বাঘ-সিংহ। এসব তো ছিলই, এবার বসিরহাট স্টেশনে ঢুকে পড়ল বুলেট ট্রেন। বুলেট ট্রেন আসার ঘোষণাও হচ্ছে অনবরত। ট্রেন ধরতে যাত্রীদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি। এমনই এক ভিডিয়ো শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে একাংশের মধ্যে হাসির রোল উঠলেও আর এক অংশ বলছেন যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যহার হচ্ছে তা কোনওভাবেই মানা যায় না। মানুষ বিভ্রান্ত হচ্ছে আরও বেশি করে। 

শুভঙ্কর নন্দী নামে এক যাত্রী বলছেন, “এই ভিডিয়ো অনেককেই বিভ্রান্ত করে। আমরা এগুলো হয়তো ধরতে পারছি। অনেকেই কিন্তু আছে যাঁরা এআই এর এই দৌরাত্ম্য নিয়ে জানে না। ফলে বিভ্রান্ত হচ্ছে সহজেই।” আর এক ব্যক্তি বলছে, “এগুলো করে আসলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। বুলেট ট্রেন যাবে সেটা শুনলে মানুষ চমকে উঠবেই। যাঁরা এগুলো ছড়াচ্ছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আইনি পদক্ষেপ নেওয়া উচিত।” 

সোজা কথায় ভিডিয়ো সামনে আসতেই যাত্রীদের মধ্যেও রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে। পক্ষে-বিপক্ষে উঠে আসছে নানা মত। তবে এর সিংহভাগ মানুষই এই ধরনের কাজের বিরুদ্ধেই কথা বলছেন। সৌরভ মণ্ডল নামে আর এক যাত্রী বলছেন, AI কে নিয়ে তো যাচ্ছেতাই হচ্ছে। কোথাও দেখছি ব্রিজ ভেঙে পড়ছে, কোথাও আবার দেখা যাচ্ছে বসিরহাট স্টেশনে ব্রিজ ভেঙে পড়ছে। এতে কিন্তু মানুষ ভুল বুঝতে পারে। ভুল পথে চালিত হতে পারে।