Shantanu Thakur: শান্তনু ঠাকুরের কনভয়ে ধাক্কা গাড়ির, ফলো করছিল বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

Dipankar Das | Edited By: অংশুমান গোস্বামী

Aug 26, 2023 | 9:27 PM

ঘাতক গাড়িটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় ফলো করে আসছিল বলে অভিযোগ উঠেছে। শান্তনুর গাড়ি যখন গুমা পেরিয়ে অশোকনগরের মানিকতলা এলাকা জ্যামে আটকে পড়ে, তখন পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে।

Shantanu Thakur: শান্তনু ঠাকুরের কনভয়ে ধাক্কা গাড়ির, ফলো করছিল বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
শান্তনু ঠাকুরের গাড়িতে ধাক্কা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

অশোকনগর: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়ে ধাক্কা মারল একটি গাড়ি। শনিবার সন্ধ্যায় পিছন দিক থেকে এসে গাড়িটি ধাক্কা মারে বলে অভিযোগ। বিজেপি সাংসদ শনিবার কলকাতা বিমানবন্দর থেকে ঠাকুরনগরে ফিরছিলেন, সে সময়ই অশোকনগরের মানিকতলা এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। ঘটনা নিয়ে থানায় মৌখিক অভিযোগও জানিয়েছেন শান্তনু ঠাকুর।

ঘাতক গাড়িটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় ফলো করে আসছিল বলে অভিযোগ উঠেছে। শান্তনুর গাড়ি যখন গুমা পেরিয়ে অশোকনগরের মানিকতলা এলাকা জ্যামে আটকে পড়ে, তখন পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনার জেরে কোনওরকম চোট পাননি কেন্দ্রীয় মন্ত্রী। তবে গাড়ির পিছনে অংশ দুমড়ে মুছড়ে গিয়েছে।

এই ঘটনা নিয়ে শান্তনু ঠাকুর বলেছেন, “আমি বিমানবন্দর থেকে ফিরছিলাম। গাড়ি যখন গুমা পেরিয়ে অশোকনগরের মানিকতলা এলাকায় আসে, তখন জ্যামে দাঁড়িয়ে পড়ে। তখন পিছন থেকে বলেরো গাড়ি কনভয়ে এসে ধাক্কা মারে। ধাক্কার জেরে ইনোভা গাড়িটির পিছন দুমড়ে গিয়েছে। ১০ কিলোমিটার আগে থেকেই এই গাড়িটি আমাদের ফলো করছিল। আমি উদ্দেশ্য নিয়ে কিছু বলব না। না জেনে কোনও রাজনৈতিক অভিপ্রায় ছিল কি না, তা বলব না। কিন্তু এ ভাবে ১০ কিলোমিটার ফলো করে দাঁড়িয়ে থেকে ধাক্কা মারার উদ্দেশ্য জানা দরকার। আমি স্থানীয় থানায় মৌখিক অভিযোগ জানিয়েছি। লিখিত অভিযোগও করব।”

Next Article