
সন্দেশখালি: ফের সন্দেশখালিতে সিবিআই। সিবিআই-এর চার সদস্যের প্রতিনিধি দল পৌঁছল সন্দেশখালিতে। বৃহস্পতিবার সন্দেশখালির ধামাখালিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে শেখ শাহজানের ঘনিষ্ঠদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাঙ্কের গ্রাহক সেবাকেন্দ্র আর্থিক লেনদেন ঘটনায় কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
২০২৪-এর ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে যায়। সেখানে তদন্তে গেলে হামলার মুখে পড়তে হয় তাকে। মারধর করে মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের। সেই ঘটনায় ইতিমধ্যে শেখ শাহজাহান, তাঁর ভাই শেখ আলমগীর ও জিয়াউদ্দিন মোল্লা এই মামলায় জেলে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন।
সেদিনের ঘটনায় কারা কারা জড়িত, একদিকে সেটাও তদন্ত করে দেখছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে, সন্দেশখালি ধামাখালি ব্যাঙ্কের গ্রাহক সেবাকেন্দ্রের দোতলায় যে সব কর্মী রয়েছেন, তাঁদের সঙ্গে আর্থিক লেনদেন কী হয়েছিল শেখ শাহজাহানের, সেগুলোও তদন্ত করে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত বছরের জানুয়ারি মাসের ঘটনায় সন্দেশখালির ঘটনায় মোট তিনটি মামলা রুজু হয়েছিল সন্দেশখালির ন্যাজাট থানায়। তার মধ্যে একটি এফআইআর দায়ের করেন ইডি আধিকারিকরা। স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করে পুলিশ। আর তৃতীয় এফআইআর-টি করেন শাহজাহানে বাড়ির কেয়ারটেকার। চুরির অভিযোগ ওঠে ইডি অফিসারদের বিরুদ্ধে। সেই ইস্যুতে রীতিমতো উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। সন্দেশখালি থেকে উঠে আসে একের পর এক অভিযোগ। শাসকদলের দিকে আঙুল তুলে সরব হয় বিরোধীরা।