Khardah: উত্তর ২৪ পরগনায় ‘ছেলেধরা’ গুজব সংক্রমণের আকার নিচ্ছে! এবার খড়দহ

Khardah: অতনু জানান, বাচ্চা চুরির একটা গুজব শোনা যাচ্ছে। তবে সেটা ভিত্তিহীন অভিযোগ। ছেলেটাকে সকলে চেনে এখানকার। তাঁর কথায়, "দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে আর কেউ এমন সাহস না পায়। পুলিশ তদন্ত করে দেখুক। একটা ভিডিয়ো ফুটেজ পেয়েছি হাতে, তা থানায় দেওয়া হয়েছে। পুলিশ চিহ্নিত করুক অপরাধীদের। সত্যিটা আমরাও জানতে চাই।"

Khardah: উত্তর ২৪ পরগনায় ছেলেধরা গুজব সংক্রমণের আকার নিচ্ছে! এবার খড়দহ
ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Jun 22, 2024 | 7:26 PM

ব্যারাকপুর: ছেলেধরা গুজবে নির্বিচারে মারধরের ঘটনা ক্রমেই বাড়ছে উত্তর ২৪ পরগনা জেলায়। বারাসত, অশোকনগরের পর এবার খড়দহ। খড়দহের রুইয়ায় এক যুবককে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল এবার। তবে এই ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন। কারণ, ওই যুবক স্থানীয় এলাকারই বাসিন্দা। তারপরও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওই যুবককে রহড়া হাসপাতাল থেকে সাগর দত্ত হয়ে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়। এলাকার লোকজনের দাবি, আশঙ্কাজনক অবস্থা তাঁর।

স্থানীয় বাসিন্দা অতনু দাস বলেন, “আমাদের পাড়ার ছেলে ও। পাশের পাড়ায় গিয়েছিল। সেখানে কয়েকজন মিলে ওকে ধরে বেধড়ক মারে। এখনও ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বলা যাচ্ছে না সে ফিরবে কি না। খুব খারাপ অবস্থা। ছেলেটাকে তো আমরা চিনি। খুবই ভাল ছেলে। পাড়ায় কোনও কিছুতে কোনও ঝামেলায় ও নেই। আমরা সকলে অবাক এভাবে ওকে মারা হল?”

অতনু জানান, বাচ্চা চুরির একটা গুজব শোনা যাচ্ছে। তবে সেটা ভিত্তিহীন অভিযোগ। ছেলেটাকে সকলে চেনে এখানকার। তাঁর কথায়, “দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে আর কেউ এমন সাহস না পায়। পুলিশ তদন্ত করে দেখুক। একটা ভিডিয়ো ফুটেজ পেয়েছি হাতে, তা থানায় দেওয়া হয়েছে। পুলিশ চিহ্নিত করুক অপরাধীদের। সত্যিটা আমরাও জানতে চাই।”

শুক্রবারই অশোকনগরে এক তরুণীকে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করা হয়। তাঁকে উদ্ধার করতে এসে আক্রান্ত হয় পুলিশও। তার আগে বারাসতে এক মহিলাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। এক ব্যক্তিকেও মারধরের অভিযোগ উঠেছিল।