Student Missing: পেরলো একদিন, মামাবাড়ি থেকে রহস্যজনকভাবে উধাও ছাত্র এখনও নিরুদ্দেশ

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 03, 2023 | 2:00 PM

Student Missing: দক্ষিণেশ্বর রেলস্টেশনের সামনে সাইকেল গ্যারেজে আকাশের সাইকেলও পাওয়া গিয়েছে। কিন্তু আকাশকে খোঁজ করে পাওয়া যায়নি। আকাশের রহস্যজনক নিখোঁজের ডায়েরি করেছে দক্ষিণেশ্বর থানায় তার পরিবারের লোকজন।

Student Missing: পেরলো একদিন, মামাবাড়ি থেকে রহস্যজনকভাবে উধাও ছাত্র এখনও নিরুদ্দেশ
নিখোঁজ ছাত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: টানা ২০ ঘণ্টা অতিক্রান্ত। মামাবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ স্কুল ছাত্র। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণেশ্বর এলাকায়। চরম উৎকণ্ঠায় পরিবার। নিখোঁজ ছাত্রের নাম আকাশ শাসমল। আকাশ কিছু দিন আগে মামাবাড়ি গিয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, রোজকার মত সোমবার সকাল ১০টায় মামা বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যায় আকাশ। তারপর থেকে আকাশের আর কোনও খোঁজ খবর পায়নি তার পরিবারের লোকজন। দক্ষিণেশ্বর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র আকাশ।

দক্ষিণেশ্বর রেলস্টেশনের সামনে সাইকেল গ্যারেজে আকাশের সাইকেলও পাওয়া গিয়েছে। কিন্তু আকাশকে খোঁজ করে পাওয়া যায়নি। আকাশের রহস্যজনক নিখোঁজের ডায়েরি করেছে দক্ষিণেশ্বর থানায় তার পরিবারের লোকজন। স্কুল ছাত্রের রহস্যজনক নিখোঁজকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণেশ্বর নিমতলা এলাকায়। স্কুল ছাত্র আকাশ শাসমলের নিখোঁজ এর ঘটনায় চরম উৎকন্ঠা ও কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের লোকজন। এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত আকাশ শাসমল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ।

পুলিশ স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে। তবে সেখান থেকেও কোনও সূত্র পাওয়া যায়নি। পড়াশোনা নিয়ে কোনও সমস্যা ছিল কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত পরিবারের কাছে মুক্তিপণ নিয়ে কোনও ফোন আসেনি। সেক্ষেত্রে অপহরণ হয়নি বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই কিশোর স্বেচ্ছায় কোথাও চলে গিয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Next Article