লালার বাড়িতে সিবিআইয়ের নোটিস, সময় বেঁধে দিল এক মাস

Jan 14, 2021 | 7:18 PM

আগামী ১১ ফেব্রুয়ারি আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে অনুপ মাজিকে হাজির হতে হবে।

লালার বাড়িতে সিবিআইয়ের নোটিস, সময় বেঁধে দিল এক মাস
চাঞ্চল্যকর দাবি বিকাশ মিশ্রের

Follow Us

উত্তর ২৪ পরগনা: অনুপ মাজি (Anup Maji) ওরফে লালার বাড়িতে সিবিআইয়ের নোটিস। কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার খোঁজে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। লালাও সন্তর্পণে নিজেকে লুকিয়ে রেখেছেন। তবে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে কোনও খামতি রাখতে চান না তদন্তকারীরা।

বৃহস্পতিবারই সিবিআইয়ের তরফে অনুপ মাজির সল্টলেক এএ ব্লকের বাড়িতে সিবিআইয়ের তরফে নোটিস লাগানো হয়। নোটিসে উল্লেখ করা হয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে অনুপ মাজিকে হাজির হতে হবে।

আরও পড়ুন: বিনয় মিশ্রর ভাইয়ের নামে লুকআউট নোটিস

আগেই সিবিআই জানিয়েছিল কয়লা পাচারকাণ্ডের অন্যতম চাঁই লালার বাড়িতে পোস্টার দেওয়া হবে। তিনি যদি তদন্তকারীদের মুখোমুখি না হন আরও কড়া হবে তারা। এদিন কথামতোই লালার বাড়িতে পোস্টার দেওয়া হল। হাতে প্রায় মাসখানেক সময় পাবেন লালা। এর মধ্যে সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হবে বলে সিবিআই সূত্রে খবর।

Next Article