AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: এবার খড়দহে বিএলও-র বাড়িতে হামলা দুষ্কৃতীদের, খসড়া তালিকা প্রকাশের আগে বাড়ছে আতঙ্ক

BLO attacked: BLO মানব চন্দ্র বলেন, "কারা এই হামলা চালিয়েছে, বলতে পারব না। তবে বাড়িতে বয়স্ক বাবা-মা আছেন। আমরা তিনজনই বাড়িতে থাকি। এই ঘটনায় আতঙ্কে রয়েছি।" বিএলও-র কাজের জন্যই যে তাঁর বাড়িতে হামলা হয়েছে, সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যদি কারও নাম বাদ যায়, তাহলে তাঁরা কী করবেন?

SIR in Bengal: এবার খড়দহে বিএলও-র বাড়িতে হামলা দুষ্কৃতীদের, খসড়া তালিকা প্রকাশের আগে বাড়ছে আতঙ্ক
বিএলও মানব চন্দ্র (বাঁদিকে), হামলার প্রতিবাদে বিক্ষোভ (ডানদিকে)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 10, 2025 | 10:53 AM
Share

খড়দহ: খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে পশ্চিমবঙ্গের বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিএলও-র বাড়িতে ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মানব চন্দ্র নামে ওই বিএলও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিএলও-দের। ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া। ফর্ম বিলি ও সংগ্রহ। এবং ফর্ম ডিজিটাইজেশন করা। কাজের চাপ নিয়ে সরব হয়েছেন বিএলও-দের একাংশ। এরই মাঝে বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন, “বিএলও-রা হুমকির মুখে আছেন। এটা একটা সিরিয়াস বিষয়। বিএলও-দের নিরাপত্তা দিতে হবে।”

বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মাঝে খড়দহের ৪৩ নম্বর পার্টের BLO মানব চন্দ্রের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। জানালায় ইট ছোড়ে। দরজায় লাথি মেরে পালায় দুষ্কৃতীরা। এই নিয়ে BLO মানব চন্দ্র বলেন, “কারা এই হামলা চালিয়েছে, বলতে পারব না। তবে বাড়িতে বয়স্ক বাবা-মা আছেন। আমরা তিনজনই বাড়িতে থাকি। এই ঘটনায় আতঙ্কে রয়েছি।” বিএলও-র কাজের জন্যই যে তাঁর বাড়িতে হামলা হয়েছে, সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যদি কারও নাম বাদ যায়, তাহলে তাঁরা কী করবেন? তাঁদের উপর অযথা আক্রমণ কেন হচ্ছে? খড়দহ থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ব্যারাকপুরের এসডিও ও জেলাশাসককে বিষয়টি জানান আতঙ্কিত এই বিএলও। ঘটনায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও অন্য বিএলওরা। প্রশাসন নিরাপত্তা না দিলে কাজ বন্ধের হুঁশিয়ারি দেন অন্য বিএলও-রা। ব্যারাকপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি TV9 বাংলাকে মৌখিকভাবে জানান, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এই ঘটনায় মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব। শাসকদলের স্থানীয় নেতারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এই নিয়ে বিজেপির রাজ্যের বিস্তারক ভক্ত বিশ্বাস বলেন, তাঁরা আক্রান্ত BLO-দের পাশে আছেন। এবং সবরকম সাহায্য করবেন। ভক্ত বিশ্বাসের অভিযোগ, এই আক্রমণ তৃণমূলের লোকজনই করেছে।

খড়দহে বিএলও-র বাড়িতে হামলার দিনই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর বিএলআরও অফিসের মধ্যেই আক্রান্ত হলেন এক অস্থায়ী কর্মী। মাথা ফাটল ওই কর্মীর। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল মেদিনীপুর সদর বিএলআরও অফিসে ঢুকে আসতু মল্লিক নামে ওই অস্থায়ী কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। তারপরই চম্পট দেয়। তবে হামলা চালানোর কারণ এখনও জানা যায়নি।