Bangaon: বনগাঁয় মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ, কাকা দেখে ফেলতেই পাকড়াও অভিযুক্ত

Bangaon: মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানান নির্যাতিতার বোন। তিনি জানাচ্ছেন, দুপুরে তাঁদের বাগান পরিষ্কার করতে এসেছিলেন এক ব্যক্তি। কিন্তু, কাজ না করে উল্টে বাড়িতে ঢুকে তাঁর মূক-বধির দিদির উপর শারীরিক নির্যাতন করেন।

Bangaon: বনগাঁয় মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ, কাকা দেখে ফেলতেই পাকড়াও অভিযুক্ত
অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবারের সদস্যরা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 02, 2025 | 11:29 AM

বনগাঁ: বাড়ির বাগান পরিষ্কার করতে এসে মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনা বনগাঁ থানা এলাকায়। নির্যাতিতার বোনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার লোকজন।

মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানান নির্যাতিতার বোন। তিনি জানাচ্ছেন, দুপুরে তাঁদের বাগান পরিষ্কার করতে এসেছিলেন এক ব্যক্তি। কিন্তু, কাজ না করে উল্টে বাড়িতে ঢুকে তাঁর মূক-বধির দিদির উপর শারীরিক নির্যাতন করেন। ধর্ষণের সময় পুরো ঘটনা দেখে ফেলেন তাঁরা কাকা। তিনি চিৎকার শুরু করে দিলে পালিয়ে যায় অভিযুক্ত। খবর চাউর হলে শোরগোল পড়ে যায় এলাকায়। তারপরই সোজা পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। 

নির্যাতিতার বোন বলছেন, “বাবা আমাদের অন্ধ মানুষ। মা লোকের দোকানে কাজ করে সংসার চালায়। যে লোকটার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আমাদের বাড়িতে বাগান পরিষ্কার করতে এসেছিলেন। বাড়িতে ঢুকেই নোংরামিটা করেন। কাকা দেখে ফেলেন। আমরা অভিযোগ জানিয়েছি। আমরা চাই পুলিশ ব্যবস্থা নিক।”