ব্যারাকপুর: ব্যারাকপুরে বিধ্বংসী আগুন! বাজারের কাছেই দাউ দাউ করে জ্বলে ওঠে অতীন্দ্র সিনেমা হলের পাশের একটি। ঘটনায় ব্যাপাক আতঙ্ক গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারাই শুরুতে এগিয়ে আসেন আগুন নেভাতে। সূত্রের খবর, সিনেমা হলের পাশে একটি ক্যাফে রয়েছে। সেখান থেকেই প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। এদিকে ওই ক্যাফের নিচেই রয়েছে টাটার বিখ্যাত পোশাকের দোকান জুডিও। আগুন ছড়িয়ে পড়ে সেখানেও।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। কিন্তু, আগুন নেভাতে বেগ পাওয়াতে আরও একটি ইঞ্জিন ছুটে আসে। এদিকে যে এলাকায় এই আগুন লেগেছে তার পাশেই রয়েছে একাধিক নামজাদা সংস্থার রেস্তোরাঁ, রয়েছে আরও একাধিক বিখ্যাত বিপণন কেন্দ্র। তাই আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে সেদিকে শুরু থেকেই জোর দেন দমকল কর্মীরা। তাঁদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।
যদিও আগুন লাগার কারণে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এমনকী কী করে আগুন লাহল তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এলাকার লোকজনের পাশাপাশি ওই এলাকায় থাকা দোকানদারদের সঙ্গে কথা বলছেন দমকল কর্মীরা।