Arjun Singh: টিটাগড়ে বিস্ফোরণে গ্রেফতার, কে এই তৃণমূল কাউন্সিলর জানেন?

Titagarh:২০২১ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন আরমান মণ্ডল। তাঁর নামে ৩২টি মামলা রয়েছে। এর মধ্যে তোলাবাজি,খুন,পুলিশের গাড়িতে বোমা মারা সহ একাধিক মামলা রয়েছে কাউন্সিলর আরমানের বিরুদ্ধে বলে অভিযোগ।

Arjun Singh: টিটাগড়ে বিস্ফোরণে গ্রেফতার, কে এই তৃণমূল কাউন্সিলর জানেন?
টিটাগড়ে আবাসনে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 20, 2025 | 4:53 PM

টিটাগড়: টিটাগড়ে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূল কাউন্সিলর রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। এবার তাঁরই উৎপত্তি নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, দলে ভাল কাজ করতেন বলেই কাউন্সিলর পদের জন্য সুপারিশ করা হয়েছে তাঁকে। যদিও, বিধায়ক রাজ চক্রবর্তী ও সাংসদ পার্থ ভৌমিকের জবাব, দল কোনও গুণ্ডামি বরদাস্ত করবে না।

কে এই আরমান মণ্ডল?
২০২১ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন আরমান মণ্ডল। তাঁর নামে ৩২টি মামলা রয়েছে। এর মধ্যে তোলাবাজি,খুন,পুলিশের গাড়িতে বোমা মারা সহ একাধিক মামলা রয়েছে কাউন্সিলর আরমানের বিরুদ্ধে বলে অভিযোগ। প্রাক্তন সাংসদ অর্জুন সিং- এর অভিযোগ, তৃণমূলই এই কাউন্সিলরকে অভিযুক্ত বানিয়েছে।

অর্জুন সিং বলেন,”কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, এরা সব অপরাধীরাই হয়। এরা সব কুখ্যাত অপরাধী। ওর বাড়িতেই বোমা মজুত করে রাখা ছিল। ছাদের উপরে বিস্ফোরণ! আমি জীবনে শুনিনি। এখানকার সাংসদ তো গুণ্ডারাজ শেষ করতে চেয়েছিল। কিন্তু কী হল?” অপরদিকে, বিধায়ক আমি টিটাগড়ের জন্য ভাবি। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস আছে। কেউ অন্যায় করলে নিশ্চয়ই শাস্তি হবে।”