
উত্তর ২৪ পরগনা: তৃণমূলকে বয়কটের নিদান বিজেপি নেতা অর্জুন সিংয়ের। তাঁর বক্তব্য, তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাবেন না, তৃণমূল কর্মীদের বাড়িতে যাবেন না, তাঁদের বাড়িতে নিমন্ত্রণও করবেন না। তৃণমূল কর্মীদের এমনইভাবেই বয়কটের ডাক দিলেন অর্জুন। তাঁর কথায়, ‘ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন।’ দলীয় কর্মীদের উদ্দেশে এই বার্তাই দিলেন তিনি।
অর্জুন বলেন, “মেকি লড়াই নয়, তৃণমূল বিরুদ্ধে একদম যুদ্ধ ঘোষণা করতে হবে। কোনও তৃণমূল কর্মীর অনুষ্ঠানবাড়িতে যদি নিমন্ত্রণ থাকে, তারা যদি ডাকে, যাবেন না। ওদের বিরুদ্ধে মনে রাগ-ঘৃণা নিয়ে আসতে হবে। নিজের রক্তেই আগুন জ্বালাতে হবে।”
কিন্তু এই বিষয়টি নিয়েই অর্জুনকে খোঁচা দিয়েছেন তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, “উনি নিজে বয়কট করতে পারবেন তো! আবার কবে তৃণমূলে না চলে আসে! অতো তাড়াতাড়ি অমাবশ্যা-পূর্ণিমা হয় না, যত তাড়াতাড়ি তিনি দল পরিবর্তন করেছেন। আমি মাঝেমধ্যে ভুলে যাই, উনি কোন দলে রয়েছেন। এখন শুধু লালুপ্রসাদ যাদবের দল করা বাকি রয়েছে।” ‘ডান্ডা মেরে ঠান্ডা’ করা প্রসঙ্গে তিনি বলেন, “ওনার কাছে ডান্ডা মানে কিন্তু ডান্ডা নয়, ডান্ডা মানে বোমা, উনি চালের বালতিতে বোমা রাখেন!” এই বিষয়টি পুলিশ প্রশাসনকে দেখার আবেদন জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯-এ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়ে সাংসদ হন। ২০২২-এ ফের তৃণমূলে (TMC) ফিরে আসেন, কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের আগে টিকেট না পেয়ে পুনরায় BJP-তে যোগ দেন ২০২৪ নির্বাচনে পার্থ ভৌমিকের কাছে পরাজিত হওয়ার পর তিনি আর দলবদল না করার কথা জানান।