AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: ‘ডাউটফুল!’ মতুয়া প্রভাবিত এলাকায় প্রায় দেড় লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা, কোন কোন কারণে?

SIR In WB: মতুয়া প্রভাবিত বনগাঁ মহকুমার ৪ বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৩৪ হাজারের বেশি গোটা ভোটারকে এসআইআর-এর শুনানিতে ডাকা হবে বলে কমিশন সূত্রে খবর। আতঙ্কিত মতুয়া সমাজ। উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব রয়েছে। আর এই চার বিধানসভা কেন্দ্রে এসআইআর-এ ১ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর ।

SIR: 'ডাউটফুল!' মতুয়া প্রভাবিত এলাকায় প্রায় দেড় লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা, কোন কোন কারণে?
প্রায় দেড় লক্ষের নাম বাদ? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 15, 2025 | 4:29 PM
Share

উত্তর ২৪ পরগনা:  মতুয়া সম্প্রদায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে— এই অভিযোগ ঘিরে আগেই সরব হয়েছে তৃণমূল। সাংসদ মমতাবালা ঠাকুর অনশনে বসেছেন। এদিকে, নাগরিকত্বের জন্য শান্তনু-সুব্রত ঠাকুরের ক্যাম্পে ভিড় জমিয়েছেন হাজার হাজার মতুয়ারা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়ে দেয়,  নাগরিকত্বের আবেদন করলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না। অর্থাৎ প্রথমে নাগরিক হতে হবে, তারপরই তাঁরা ভোটাধিকার পাবেন। গত শুক্রবার থেকে আবার আবেদনকারীদের ফোনে সার্টিফিকেটের মেসেজও ঢুকতে শুরু করেছে। তাতে কিছুটা হলেও নিশ্চিন্ত মতুয়ারা। কিন্তু তার মধ্যেই মতুয়া প্রভাবিত বনগাঁ মহকুমার ৪ বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৩৪ হাজারের বেশি গোটা ভোটারকে এসআইআর-এর শুনানিতে ডাকা হবে বলে কমিশন সূত্রে খবর। আতঙ্কিত মতুয়া সমাজ। উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব রয়েছে। আর এই চার বিধানসভা কেন্দ্রে এসআইআর-এ ১ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর ।

এই বিপুল পরিমাণে ভোটারকে এসআইআর-এর শুনানিতে ডাকা হচ্ছে তানিয়া আতঙ্কিত হয়ে পড়েছে মতুয়া সমাজ । শুনানির জন্য যে সমস্ত কাগজপত্র চাওয়া হচ্ছে সেই কাগজ মতুয়ার পূরণ করতে পারবে কিনা সংশয়ে রয়েছে মতুয়া সমাজ ।

যদিও এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেশ চৌধুরী। তাঁর বক্তব্য, “কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন চক্রান্ত করে মতুয়াদের ভোট কাটবার ব্যবস্থা করেছেন । আগামীতে এর বিচার মতুয়ার করবে।”

এই বিষয়ে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহা সঙ্গে সাধারণ সম্পাদক সুখেন গাইন বলেন,  “ডাউটফুল ভোটারদের মধ্যে কেবল মতুয়ারা নেই । আগামীতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী একটা কিছু ব্যবস্থা করবেন।”

বনগাঁ মহকুমা প্রশাসন সূত্রে খবর,

বনগাঁ উত্তর বিধানসভা

মৃত ও শিফটিং নিখোঁজ ভোটারের সংখ্যা- ২৬০৫৪ সন্দেহভাজন ভোটার -৩০১৬৮

বনগাঁ দক্ষিণ বিধানসভা

মৃত ও শিফটিং নিখোঁজ ভোটারের সংখ্যা-১৮৫৬২ সন্দেহভাজন ভোটার-২৮৩৮৯

বাগদা বিধানসভা

মৃত ও শিফটিং নিখোঁজ ভোটারের সংখ্যা-২৪৯২৩ সন্দেহভাজন ভোটার-৩৬৪৮০

গাইঘাটা বিধানসভা

মৃত ও শিফটিং নিখোঁজ ভোটারের সংখ্যা-১৬৬৫৫ সন্দেহভাজন ভোটার-৩৮৩৮৩

নাগরিকত্ব নিয়েও একাধিক বার কেন্দ্র ও বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। তাদের স্পষ্ট দাবি, মতুয়া সম্প্রদায়কে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এসআইআরের নামে বহু মতুয়ার নাম বাদ পড়তে পারে। এদিকে, মতুয়ারা শাসক-বিরোধী সকলের কাছেই বড় ভোটব্যাঙ্ক। বিজেপির বক্তব্য, মতুয়াদের নাগরিকত্ব আরও সুদৃঢ় করতেই কেন্দ্র কাজ করছে। তাতে কাদের নাম বাদ পড়তে পারে, সেটাই এখন দেখার।