Drone: সীমান্ত পার করে হাসনাবাদের আকাশে ঢুকে পড়ল ড্রোন, ঘটনাস্থলে ছুটল BSF

Drone: খবর দেওয়া হয় হাসনাবাদ থানার পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে যায় স্থানীয় বিএসএফ ক্যাম্পের বিএসএফরা জওয়ানরা।

Drone: সীমান্ত পার করে হাসনাবাদের আকাশে ঢুকে পড়ল ড্রোন, ঘটনাস্থলে ছুটল BSF
হাসনাবাদের আকাশে ড্রোন!Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 24, 2025 | 1:07 PM

হাসনাবাদ: সদ্য ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতের আকাশে পরপর ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান। সাধারণ মানুষের বাসস্থান থেকে শুরু করে ধর্মীয় স্থান লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের আতঙ্ক। ভারতের আকাশে ঢুকে পড়ল প্রতিবেশী দেশের ড্রোন! এমনটাই বলছেন উত্তর ২৪ পরগনার হাসনাবাদ সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা।

বাসিন্দাদের দাবি, ভরসন্ধ্যায় ভারতের আকাশে চলে এসেছিল বাংলাদেশি ড্রোন। আর সেটা চোখে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিএসএফ। ঘটনাটি হাসনাবাদের ভারত-বাংলাদেশের সীমান্তের কাটাখাল এলাকার ঘটনা।

এলাকার মানুষের দাবি, শুক্রবার রাতে কাটাখাল সেতুর উপর বেশ কয়েকজন যুবক বসেছিলেন। সেই সময় বাংলাদেশ থেকে একটি ড্রোন উড়ে সীমান্ত পার হয়ে ভারতের কাটাখাল এলাকায় চলে আসে। প্রত্যক্ষদর্শী যুবকরা তৎক্ষণাৎ মোবাইলের ক্যামেরায় বন্দি করেন সেই ছবি। এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়।

এরপর আরও দুটো ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে ভারতে আসে বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় হাসনাবাদ থানার পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে যায় স্থানীয় বিএসএফ ক্যাম্পের বিএসএফরা জওয়ানরা।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ এবং বিএসএফ উভয় পক্ষ থেকে পুরো বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এগুলি বাংলাদেশের ড্রোন কি না, কেনই বা ওই এলাকায় উড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।