পানিহাটি: অভাব-অনটনের কাছে হার মানল মাতৃত্ব। সংসারে চরম অভাব, সঙ্গে দিনভর নেশায় বুঁদ স্বামী। সেই টাকার জোগান দিতে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড়। চরম আর্থিক অনটনের মধ্যে পড়ে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত মহিলার। বিক্রি করে দিলেন নিজেরই কোলের সন্তানকে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পানিহাটির (Panihati) গান্ধীনগর এলাকায়।
সংসারে অভাব অনটনের জেরে ৮ মাসের ছেলেকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। পানিহাটির গান্ধীনগর এলাকার ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত মহিলা সাথী চৌধুরীকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ওই সন্তানের বাবা। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে পানিহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে।
সূত্রের খবর, এ ঘটনার খবর চাউর হওয়ার পর এলাকাতে ছিলেন সাথী দেবীর স্বামী। তাঁকে ধরে এলাকার লোকজন ব্যাপক মারধরও করে। খবর যায় পুলিশে। তখনই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই যুবক। পুলিশ এসে গ্রেফতার করে সাথী দেবীকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কড়া শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার বাসিন্দারা। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। অভাব অনটনের কারণেই যে তিনি শিশুকে স্থানীয় এক মহিলার কাছে বিক্রি করেছেন তা স্বীকার করেছেন সাথী দেবী। তবে ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রির কথা হলেও এখনও তিনি ওই মহিলার থেকে ৭০ হাজার টাকা পান বলে জানিয়েছেন।