Duttapukur: ভাইয়ের জমিতে শৌচালয় বানানোর চেষ্টা দাদার, জলে মিশল রক্তের ছিটে

Duttapukur: পশ্চিমপাড়া গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা ঘোষ পরিবার। ছোট ভাই সুদিন ঘোষ ও তাঁর দাদা লক্ষ্মণ ঘোষ। অভিযোগ, লক্ষ্মণ সুদিনের জায়গায় একটি শৌচালয় করতে চেয়েছিলেন। সেই কাজে সুদিন বাধা দিয়েছিলেন।

Duttapukur: ভাইয়ের জমিতে শৌচালয় বানানোর চেষ্টা দাদার, জলে মিশল রক্তের ছিটে
হাসপাতালে পরিজনদের ভিড় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 06, 2025 | 1:36 PM

উত্তর ২৪ পরগনা:  দুই পরিবারের সম্পত্তিগত বিবাদ ও হাতাহাতির জেরে মৃত্যু এক সদস্যের। দত্তপুকুর থানার জয়পুল পশ্চিমপাড়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুদিন ঘোষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিমপাড়া গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা ঘোষ পরিবার। ছোট ভাই সুদিন ঘোষ ও তাঁর দাদা লক্ষ্মণ ঘোষ। অভিযোগ, লক্ষ্মণ সুদিনের জায়গায় একটি শৌচালয় করতে চেয়েছিলেন। সেই কাজে সুদিন বাধা দিয়েছিলেন। তা নিয়েই দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরে।

সোমবার সেই অশান্তি চরমে ওঠে। সুদিন কাজে বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সুদিনকে বারাসত মেডিক্যাল কলেজে তাকে নিয়ে আসে। এরপর সোমবার রাতে বারাসত মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় সুদিনের। বয়সজনিত সমস্যার কারণে কাজ করতে পারতেন না।

প্রতিবেশীরা বলেন, দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ এই দুই পরিবারের মধ্যে অশান্তি। অভিযুক্ত লক্ষণ ঘোষ বিনা কারণবশতই ঝামেলা করত নিহতের পরিবারের সঙ্গে। প্রতিবাদ করতে গেলে মারধর করা হত। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে একাধিকবার।

শৌচালয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনারও লিখিত অভিযোগ জানানো হয় পুলিশকে, তবে পুলিশ প্রথমে কোনও  পদক্ষেপ করেনি বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযোগ,  লক্ষ্মণের ছেলে প্রীতম ঘোষ রাজ্য পুলিশের কর্মরত, তাঁর প্রভাব দেখিয়েই লক্ষ্মণের এত বাড়াবাড়ি।