Crime News: তা বলে ভাইয়ে-ভাইয়ে! কোনও রাখঢাক নেই, ভরা রাস্তাতেই শুরু করে দিল ওরা, থামাতে পারলেন না প্রতিবেশীরাও

North 24 pargana: ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার গুরদহ এলাকার। মৃত মন্টু মণ্ডল ও ফিরোজ মণ্ডল সম্পর্কে কাকাতো ভাই। অভিযোগ, বহুদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে।

Crime News: তা বলে ভাইয়ে-ভাইয়ে! কোনও রাখঢাক নেই, ভরা রাস্তাতেই শুরু করে দিল ওরা, থামাতে পারলেন না প্রতিবেশীরাও
এ কী ঘটনা ঘটলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 04, 2025 | 9:38 PM

বাদুড়িয়া: সকালবেলা মাথায় হাত লোকজনের। কেউ কেউ মুখ নিচু করে রয়েছেন। কেউ আর না তাকিয়ে এড়িয়ে চলে গেলেন। কেউ কেউ আবার সামনে এসে থামাতে চাইলেন। কিন্তু না হল না। মর্মান্তিক ঘটনাটা ঘটেই গেল। রাস্তার মধ্যেই ধস্তাধস্তি-জাপ্টাজাপ্টিতে জড়িয়ে পড়লেন দুই ভাই। কোনওভাবেই থামানো গেল না তাঁদের। এরপর ভরা রাস্তাতেই চলল কিল-ঘুসি। তারপরই মর্মান্তিক মৃত্যু দাদার।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার গুরদহ এলাকার। মৃত মন্টু মণ্ডল ও ফিরোজ মণ্ডল সম্পর্কে কাকাতো ভাই। অভিযোগ, বহুদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে। এলাকায় পঞ্চায়েতের তরফ থেকে মেটানোর চেষ্টাও করা হয় কিন্তু সমস্যা মিটেনি ।

এরপর মঙ্গলবার সকালে মন্টু সাইকেল নিয়ে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় ফিরোজ ও তাঁর বাবা জমাত আচমকাই মন্টুকে রাস্তায় আটকায়। তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। বুকে ঘুসি মারা হয় বলে অভিযোগ। তখনই মন্টু অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা মন্টু মণ্ডলকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।ঘটনার তদন্তে বাদুড়িয়া থানার পুলিশ।

এ প্রসঙ্গে সামিম আক্তার বলেন, “কয়েকদিন ধরেই জমি জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিল। এই নিয়ে একবার মীমাংসাও হয়। শুনলাম বাজার করে আসার সময় আক্রমণ করা হয়েছিল। তখনই খুনোখুনি হয়ে গিয়েছে।”