Bangaon: ব্যাঙ্কে গিয়েছে ১৩ বছরের ছেলে, শুনেই ভয়ঙ্কর কাণ্ড বাবার, শেষে তুলে নিয়ে গেল পুলিশ

Dipankar Das | Edited By: জয়দীপ দাস

Nov 08, 2024 | 3:41 PM

Bangaon: চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার শুল্ক দুর্গাপুরে। এখানেই পরিবার নিয়ে থাকেন সঞ্জয় কর্মকার। পরিবারের অভিযোগ, ছেলে ব্যাঙ্কে গিয়ে ব্যালেন্স চেক করেছে এটা কোনওভাবেই মেনে নিতে পারেননি সঞ্জয়। গত বুধবার রাতে বাড়ি ফিরেই শুরু করে দেন ঝামেলা।

Bangaon: ব্যাঙ্কে গিয়েছে ১৩ বছরের ছেলে, শুনেই ভয়ঙ্কর কাণ্ড বাবার, শেষে তুলে নিয়ে গেল পুলিশ
শোরগোল এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বনগাঁ: ঠাকুরদার সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল নাতি। সঙ্গে ছিল নিজের পাসবই। ব্যালেন্স চেক করে বাড়ি ফিরতেই বাবার হাতে বেদম মার। কেন ব্যালেন্স চেক করে ছেলে! অভিযোগ, তা নিয়েউইই বাড়িতে মারাত্মক ঝামেলা শুরু দেয় বাবা। শিকল দিয়ে ছেলেকে বেঁধে রাখা হল ছেলে। চলল প্রহার। শেষে স্বামীর বিরুদ্ধে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী। গ্রেফতারও হয়ে যান ওই ব্যক্তি চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার শুল্ক দুর্গাপুরে। 

এখানেই পরিবার নিয়ে থাকেন সঞ্জয় কর্মকার। পরিবারের অভিযোগ, ছেলে ব্যাঙ্কে গিয়ে ব্যালেন্স চেক করেছে এটা কোনওভাবেই মেনে নিতে পারেননি সঞ্জয়। গত বুধবার রাতে বাড়ি ফিরেই শুরু করে দেন ঝামেলা। ছেলেকে মারতে মারতে শিকল দিয়ে বেঁধে ফেলেন। কেবলের তার দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এদিকে ছেলের উপর এই পাশবিক অত্যাচার দেখে আর নিজেকে ঠিক রাখতে পারেননি সঞ্জয়ের স্ত্রী সোমা কর্মকার। খবর দেন ভাইকে। শেষে ভাই এসে দিদি ও ভাগ্নেকে উদ্ধার করে। 

বৃহস্পতিবার স্বামীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন সোমা দেবী। পুলিশ গোপালনগর এলাকা থেকে সঞ্জয় কর্মকারকে গ্রেফতার করে। তোলা হয়েছে বনগাঁ মহকুমা আদালতে। তবে সোমা দেবীর দাবি, শুধু যে ছেলের উপর নির্যাতন হয়েছে এমনটা নয়। তাঁর দাবি, তাঁর উপরেও দীর্ঘদিন থেকে নির্যাতন চালিয়ে আসছেন তাঁর স্বামী। কিন্তু, সকলের মুখ চেয়ে তিনি এতদিন কোনও প্রতিবাদ করেননি। কিন্তু, ছেলের উপর এই নৃশংস অত্যাচার তিনি কোনওভাবেই মেনে নিতে পারেননি। চাইছেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক স্বামীর। 

Next Article