দু’ দিন পার! এখনও পুরোপুরি নিভল না ঘোলার গেঞ্জি কারখানার আগুন

শনিবার সকাল ১০টা নাগাদ কারখানার (New Barrackpore Fire ) এই ভবনের পরীক্ষা হবে। পরীক্ষা করবেন জেলার পিডব্লিউডি বিভাগের ইঞ্জিনিয়াররা।

দু' দিন পার! এখনও পুরোপুরি নিভল না ঘোলার গেঞ্জি কারখানার আগুন
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 29, 2021 | 9:01 AM

উত্তর ২৪ পরগনা: দু’দিন পার। এখনও পুরোপুরি আগুন নেভেনি ঘোলার গেঞ্জি কারখানার। শনিবারও দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। এদিনই পূর্ত দফতরের সিভিল ইঞ্জিনিয়ার এসে বাড়িটি পরীক্ষা করবে। তারপরই ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া দমকলের লোকজনকে। একইসঙ্গে দু’দিন পার হয়ে গেলেও এখনও কারখানার নিখোঁজ চার শ্রমিকের খোঁজ মেলেনি। বড় কোনও বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা।

গত বৃহস্পতিবার ভোরে নিউ ব্যারাকপুরের এই গেঞ্জি কারখানায় আগুন লাগে। এলাকায় একটি তিনতলা বাড়ির ভিতরে গেঞ্জি কারখানাটি চলে। বাড়ির নিচে রয়েছে ওষুধের গুদাম ও রঙের কারখানা। এদিন প্রথমে গেঞ্জি কারখানায় আগুন লাগলেও মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নিচের তলাতেও। পরিস্থিতি এমন হয়, শুধুমাত্র দমকলের ইঞ্জিন দিয়ে তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। এরপরই রোবট মেশিন এনে আগুন বাগে আনার কাজ শুরু হয়।

New Barrackpur Fire, New Barrackpur Latest News, New Barrackpur Fire Update, Huge Fire Broke Out At New Barrackpur

নিজস্ব চিত্র

এত কিছুর পরও শনিবার সকাল অবধি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। পকেট ফায়ার রয়েছে। ইতিউতি আগুনের ফুলকি দেখা যাচ্ছে বলেই স্থানীয় সূত্রে খবর। শনিবার সকাল ১০টা নাগাদ কারখানার এই ভবনের পরীক্ষা হবে। পরীক্ষা করবেন জেলার পিডব্লিউডি বিভাগের ইঞ্জিনিয়াররা। তাঁদের অনুমতি মিললে তারপরই কারখানার ভিতর প্রবেশ করতে পারবে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল।

নিউ ব্যারাকপুর পুলিশের তরফে ড্রোন নামিয়ে দেখা হবে নিখোঁজ চার যুবক কোথায় আছেন এবং কী অবস্থায় আছেন। আদৌ তাঁরা এখানে রয়েছেন কি না সেটাও প্রশ্ন। একইসঙ্গে শনিবার ফরেন্সিক দলও পৌঁছনোর কথা সেখানে।