Belgharia Firing: ভিড়ে ঠাসা বেলঘড়িয়ায় ভর দুপুরে চলল গুলি, কী পরিণতি হল ব্যবসায়ীর

Ananta Chattopadhyay | Edited By: জয়দীপ দাস

Jun 15, 2024 | 5:21 PM

Belgharia Firing: একদিন আগে অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় বসিরহাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে চাপানউতোর চলছেই। পাশাপাশি খাস কলকাতাতে আবার এদিন চলেছে গুলি। পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংলগ্ন এলাকার ঘটনা।

Belgharia Firing: ভিড়ে ঠাসা বেলঘড়িয়ায় ভর দুপুরে চলল গুলি, কী পরিণতি হল ব্যবসায়ীর
আতঙ্ক গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বেলঘড়িয়া: কলকাতা, বসিরহাট, মালদহের পর এবার বেলঘড়িয়ায় চলল গুলি। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুর্ষ্কতীদের। বিলাসবহুল গাড়িতে ছিলেন ওই ব্যবসায়ী। সেটি লক্ষ্য করেই ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বেলঘড়িয়া রথতলা মোড়ের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। গুলি চালিয়েই এলাকা ছেড়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। অজয় মণ্ডল নামে ওই ব্যবসায়ী বলছেন, গুলি চালাতেই আমি ভয়ে পালিয়ে আসি। খুবই আতঙ্কে আছি এখন। 

ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ দু’জনের নাম পেয়েছে বলে জানা যাচ্ছে। তাঁরা আশপাশের এলাকারই বলে খবর। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। খোঁজ চলছে। এদিকে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে থানা। তাই স্বভাবতই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। 

এই খবরটিও পড়ুন

এদিকে একদিন আগে অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় বসিরহাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে চাপানউতোর চলছেই। পাশাপাশি খাস কলকাতাতে আবার এদিন চলেছে গুলি। পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংলগ্ন এলাকার ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন একজন। চিকিৎসাধীন এসএসকএম হাসপাতালে। অন্যদিকে মালদহের সাহাপুর রশিলাদহ এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। 

Next Article