উত্তর ২৪ পরগনা: বিজেপি নেতা তথাগত রায়ের পর এবার শুভেন্দু অধিকারীর সমর্থনে সুর চড়ালেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুনের দাবি, শুভেন্দুকে ২০০ শতাংশ সমর্থন রয়েছে তাঁর। অর্জুনের বক্তব্য, কেন্দ্রের সরকার কখনও বিভেদের পথে হাঁটে না। অথচ দেশের সাংসদ জিতে সংসদে গিয়ে ‘জয় প্যালেস্তাইন’ বলছেন। এটা কখনওই বরদাস্ত করা যায় না। তাই সকলকে ভাবতে হবে। অর্জুনের কথায়, “আমরা শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখিনি, যিনি বাংলাকে বাঁচিয়েছিলেন। তবে তাঁর পর প্রথম কোনও বাঙালি হিন্দু সাহস করে বাংলার সঠিক অবস্থা নিয়ে বললেন।”
বুধবার বিজেপির রাজ্য কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দু বলেন, “আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সব কা সাথ সবকা বিকাশ। আর বলব না, বলব যো হামারি সাথ হাম উনকা সাথ। সবকা সাথ সবকা বিকাশ বনধ্ করো। নো নিড সংখ্যালঘু মোর্চা।”
স্বভাবতই রাজ্যের প্রধান বিরোধী দলের অন্যতম প্রধান মুখের কাছ থেকে এমন মেরুকরণের বার্তা আসায় জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো স্পষ্ট বলে দেন, শুভেন্দুর এই মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
তবে তথাগত রায়, অর্জুন সিংয়ের মতো কোনও কোনও বিজেপি নেতা আবার ব্যাট ধরেছেন শুভেন্দুর হয়েই। অর্জুন সিং বলেন, “আমি ২০০ শতাংশ সমর্থন করছি। শুভেন্দু অধিকারী তো সঠিক কথাই বলেছেন। কেন্দ্র সরকার কোনও বিভেদ করেনি কখনও। সকলকে একভাবে সাহায্য করে। কিন্তু সাহায্য করার পর দেখছি কেউ কেউ ফিলিস্তিনি ঝান্ডা লাগাচ্ছে। সংসদে ‘জয় প্যালেস্টাইন’ বলছে।”
বিজেপি নেতা তথাগত রায় যখন বলছেন, ‘সব কা সাথ সব কা বিকাশ’ রাজ্য ভেদে একরকম হওয়া সম্ভব নয়। শুভেন্দুর বক্তব্য তাই সমর্থনযোগ্য। অর্জুন বলছেন, “একমাত্র বাঘের বাচ্চার মতো শুভেন্দু অধিকারী এটা বলেছেন। কে কী বলছে আমি জানি না। আমরা মোদীজীর স্লোগানের বিরুদ্ধে কোনও কথা বলিনি। আমি বাঙালি হিন্দু হিসাবে ২০০ শতাংশ শুভেন্দু অধিকারীকে সমর্থন করছি। বাংলাকে বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর পথে এগোতে হবে। বাংলাকে বুঝতে হবে। অত লিবারেল হলে আপনারা বাঁচতে পারবেন না।”