
গাইঘাটা: গাইঘাটার প্রাক্তন বিধায়ক পুলিনবিহারী রায়ের ঠাকুরনগরের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রাতের অন্ধকারে বাড়ির একাধিক তালা ভেঙে নগদ টাকা সহ সোনার গহনা চুরি হয়েছে বলে দাবি পরিবারের।
২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উত্তর ২৪ পরগনার গাইঘাটায় তৃণমূলের বিধায়ক ছিলেন পুলিনবিহারী রায়। চলতি মাসের তিন তারিখে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যায় পরিবার। তারপর থেকে তালা বন্ধ ছিল বাড়ি। সেখানে ছিলেন না কেউই। সেই সুযোগ নিয়ে গতকাল রাতে বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে চোর। ঘরের মধ্যে একাধিক আলমারি তালা ভাঙে চোর। আলমারিতে থাকা নগদ টাকা ও কিছু সোনার গহনা নিয়ে চম্পট দেয়।
পরিবারের দাবি, সকালে তারা আত্মীয়স্বজনের কাছ থেকে চুরির খবর পান। বাড়িতে এসে দেখেন বাড়ির একাধিক তালা ভাঙা। উলটপালট করা রয়েছে জামাকাপড়। পুলিন বিহারীর ছেলের দাবি, নগদ আনুমানিক ২ লক্ষ টাকার মতো চুরি গিয়েছে। সামান্য কিছু সোনার গহনা ছিল সেগুলিও চুরি গিয়েছে। খবর পেয়ে পুলিনবিহারীর বাড়িতে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।
দেবাঞ্জন রায় বলেন, “বাবা অসুস্থ। ৩ তারিখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাদারা সব তালাবন্ধ করে। আমি যেহেতু ব্যস্ত ছিলাম এখানে আসতে পারিনি। আজ এসেছিলাম কিছু চাবি নিতে। এখানে আমি এসে দেখি পুরো তালা ভাঙা। আলমারি ওলটপালট হয়ে আছে। গ্রিল দিয়ে ভিতরে ঢুকেছে। বাবার অফিস ঘরের ক্যাবিনেট লকার ভেঙেছে। কাগজপত্র সব এলোমেলো করেছে। মায়ের শাড়ি এলোমেলো করেছে। প্রায় ২ লক্ষ নগদ টাকা ও গহনা সব নিয়ে চলে গিয়েছে।”