Road Accident: জমাইষষ্ঠীর সকালে ভয়ঙ্কর কাণ্ড হাবড়ায়! সোজা মাংসের দোকানে ঢুকে গেল চারচাকা, রক্তে ভাসল রাস্তা

Road Accident: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, চারচাকাটি দুই নম্বর গেট থেকে প্রফুল্ল নগরের দিকে যাচ্ছিল। তখনই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে থাকা লম্বা লাইনে ধাক্কা মারে। চোখের পলকে রক্তে ভিজে ওঠে রাস্তা।

Road Accident: জমাইষষ্ঠীর সকালে ভয়ঙ্কর কাণ্ড হাবড়ায়! সোজা মাংসের দোকানে ঢুকে গেল চারচাকা, রক্তে ভাসল রাস্তা
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 01, 2025 | 11:54 AM

হাবরা: মিষ্টির দোকান থেকে মাংসের দোকান, জমাইষষ্ঠীর সকাল থেকেই সর্বত্রই লম্বা লাইন। যে দোকানেই চোখ যায় সেখানেই ভিড়। এরইমধ্যে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল হাবড়া থানা এলাকায়। সাতসকালেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি ঢুকে গেল মাংসের দোকানে। ঘটনায় বেশ কয়েকজন মারাত্মকভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। 

ঘটনাটি ঘটেছে হাবড়া থানার দুই নম্বর গেট লাগোয়া একটা মাংসের দোকানে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, চারচাকাটি দুই নম্বর গেট থেকে প্রফুল্ল নগরের দিকে যাচ্ছিল। তখনই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে থাকা লম্বা লাইনে ধাক্কা মারে। চোখের পলকে রক্তে ভিজে ওঠে রাস্তা। 

স্থানীয় বাসিন্দারাই আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যান। তাঁধের মধ্যে একজনকে কলকাতায় পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ধরা পড়ে যায় গাড়ির চালক। একইসঙ্গে ঘাতক গাড়িটিকেও আটক করেছে পুলিশ।