Fraud Case: ভাবেন জে পি নাড্ডা ফোন করেছেন, বিজেপি বিধায়ক জীবনের মতো শিক্ষা পেয়ে গেলেন!

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 14, 2023 | 4:42 PM

Fraud Case: পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম করে উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছ থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। 

Fraud Case: ভাবেন জে পি নাড্ডা ফোন করেছেন, বিজেপি বিধায়ক জীবনের মতো শিক্ষা পেয়ে গেলেন!
জেপি নাড্ডা (ফাইল ছবি)
Image Credit source: ANI

Follow Us

উত্তর ২৪ পরগনা: বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়কের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ। গ্রেফতার প্রতারণা চক্রের পাণ্ডা-সহ দুই।  সাইবার প্রতারণার শিকার বিজেপি বিধায়ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম করে উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছ থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।  প্রতারণা চক্রের পাণ্ডা সহ দুই জনকে  ইতিমধ্যেই  গ্রেফতার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সোনু সিং ও অর্জুন প্রজাপতি। পুলিশের প্রাথমিক অনুমান এই প্রতারণা চক্রের পাণ্ডা সোনু সিং। তাদের কাছ থেকে একাধিক নথি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

ঠিক কী ঘটেছে?

সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসের ২০ তারিখে জেপি নাড্ডার নাম করে বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছে একটি ফোন আসে। তাঁকে বলা হয় রাজস্থানে একটি অনুষ্ঠানের জন্য টাকা পাঠাতে। সেই মত বিধায়ক পরের দিন তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা পাঠান। কিছু দিন পর বিধায়ক বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

বনগাঁয় সাইবার প্রতারণায় গ্রেফতার

পরবর্তীতে এপ্রিল মাসের ১৩ তারিখে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে গুজরাটের মরবি থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। যদিও এই বিষয়ে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া মুখ খুলতে চাননি।

Next Article