গাইঘাটা: শীতকাল। জায়গায়-জায়গায় চলছে পার্টি-পিকনিক। কেউ বা দূরে ঘুরতে গিয়েছেন। কেউ আবার আশপাশেই ঘুরে শীতকালের মজা নিচ্ছেন। সেই রকমই উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামপুর সরকার পাড়ায় পিকনিক করছিল বন্ধু-বান্ধবরা। তখনই ঘটল মর্মান্তিক ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে সুব্রত দাস নামে এক যুবকের বাড়িতে তিন বন্ধু মিলে পিকনিক করছিল। ওই সকল বন্ধুদের পরিবার মিলে পিকনিকের আয়োজন করেছিল। সেই সময় আচমকা ছাদ থেকে পড়ে যান সুব্রতর বাড়িতে পিকনিক করতে আসা সুদীপ দেব নামে এক যুবক। তড়িঘড়ি তাঁর বন্ধুরা চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই অবস্থার অবনতি হলে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় সুদীপের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে কীভাবে পিকনিক চলাকালীন ছাদ থেকে পড়ে গেলেন সুদীপ তা নিয়ে তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। যদিও, এই বিষয় সুব্রত দাসের পরিবারের কাছে জানতে চাইলে তারা মুখ খুলতে রাজি নয়। এ প্রসঙ্গে, প্রতিবেশী বিতান সরকার বলেন, “গতকাল রাত প্রায় দু’টো বাজে। সেই সময় পাড়াতেই পিকনিক হচ্ছিল। সেই সময় ছাদ থেকে কোনওভাবে পড়ে যায় সুদীপদা। সঙ্গে স্ত্রী ছিল। কীভাবে পড়ে গিয়েছে জানি না। তবে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”