Gaighata: একা থাকার সুযোগে মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার যুবক

Dipankar Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 06, 2025 | 3:37 PM

Gaighata: ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। সে গাইঘাটা থানার বারাসত এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের জানা গিয়েছে, গত ৪ তারিখ সন্ধেয় ধৃত এক মহিলার ঘরে ঢোকে। সেই সময় মহিলা একাই ঘরে ছিলন। অভিযোগ, মহিলাকে একা পেয়ে শ্লীলতাহানি করে সে।

Gaighata: একা থাকার সুযোগে মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার যুবক
গাইঘাটা পুলিশ স্টেশন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

গাইঘাটা: একা বাড়িতেই ছিলেন মহিলা। কেউ ছিল না আশপাশে। সেইটাই বোধহয় জেনে গিয়েছিলেন। তলে-তলে ছক কষেও রাখেন। এরপরই একা থাকার সুযোগে মহিলার ঘরে ঢোকেন ওই যুবক। অভিযোগ ওঠে শ্লীলতাহানির। গ্রেফতার হয়েছে অভিযুক্ত।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। সে গাইঘাটা থানার বারাসত এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের জানা গিয়েছে, গত ৪ তারিখ সন্ধেয় ধৃত এক মহিলার ঘরে ঢোকে। সেই সময় মহিলা একাই ঘরে ছিলন। অভিযোগ, মহিলাকে একা পেয়ে শ্লীলতাহানি করে সে। পরবর্তীতে গতকাল সন্ধেয় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, জয়নগর থেকে আরজি কর, গুড়াপ। বিগত কয়েকমাসে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় কড়া সাজা শুনিয়েছে আদালত। কোথাও ফাঁসি, তো কোথাও আবার আমৃত্যু কারাবাসের সাজা। কিন্তু, পরিস্থিতির বদল কি আদৌও হচ্ছে? তারপরেও রাজ্যে নানা প্রান্ত থেকে মহিলাদের উপর অত্যাচারের নানা খবর প্রায়শই সামনে আসছে। বাদ যাচ্ছে না নাবালিকারাও। সেই রকমই এবার অভিযোগ এল গাইঘাটা থেকে।

 

Next Article