Ghola: কল্যাণী এক্সপ্রেসওয়েতে এইসব কী? তুমুল হইচই

Ghola: উত্তর ২৪ পরগনার ঘোলা থানার অন্তর্গত মহিষপোতা। এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ে খেবলি বিলের ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকালে রাস্তায় লোকজন হাঁটাচলা করার সময় এই মৃতদেহ দেখতে পান।

Ghola: কল্যাণী এক্সপ্রেসওয়েতে এইসব কী? তুমুল হইচই
ঘোলায় মৃতদেহ উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 30, 2025 | 12:33 PM

ঘোলা: সাত-সকালে তীব্র চাঞ্চল্য এলাকায়। কল্যাণী এক্সপ্রেসওয়ের ভিড় করেছেন প্রচুর মানুষ। তুমুল হইচই সেখানে। কারণ,ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার। কপালে আঘাতের চিহ্ন। এলাকায় তুমুল চাঞ্চল্য। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনার ঘোলা থানার অন্তর্গত মহিষপোতা। এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ে খেবলি বিলের ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকালে রাস্তায় লোকজন হাঁটাচলা করার সময় এই মৃতদেহ দেখতে পান। এলাকার বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির বয়স প্রায় ষাট বছরের কাছাকাছি। কেউ কেউ আবার তা মানতে নারাজ। এ দিকে, খবর দেওয়া হয় পুলিশে। মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। মৃতের কপালে আঘাতে চিহ্ন রয়েছে। এলাকাবাসীর অনুমান বাইরে থেকে মেরে এখানে কেউ বা কারা এখানে ফেলে রেখে গিয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতক্ষ্যদর্শী এক ব্যক্তি বলেন, “আমরা প্রথমে ভেবেছি ঘুমিয়ে আছে। কিন্তু পরে জানতে পারলাম মারা গেছে। তারপর পুলিশ আসে। এলাকার লোকজনই খবর দিয়েছে। মুখ থেকে গ্যাঁজলা বেরিয়ে গিয়েছে।”