Gopalnagar: সুদূর কর্নাটকে সোনার দোকানে ডাকাতি, গোপালনগর থেকে গ্রেফতার ২

Gopalnagar: গত ১১ তারিখ কর্নাটকের একটি সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটে। প্রায় সোনার নিয়ে চম্পট দেয় এক ডাকাত দল। ঘটনার তদন্তে নেমে কর্নাটকের পুলিশ দুই দুষ্কৃতীর খোঁজ পায়।

Gopalnagar: সুদূর কর্নাটকে সোনার দোকানে ডাকাতি, গোপালনগর থেকে গ্রেফতার ২
গ্রেফতার অভিযুক্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 18, 2025 | 9:16 PM

উত্তর ২৪ পরগনা: কর্নাটকে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করল কর্ণাটক পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় ডাকাতির অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অযোধ্যাপ্রসাদ চৌহান ও ফারুক গাজি। অযোধ্যাপ্রসাদ চৌহান উত্তর প্রদেশের বাসিন্দা। ফারুক হুগলির দাদপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ধৃতের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

জানা গিয়েছে, গত ১১ তারিখ কর্নাটকের একটি সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটে। প্রায় সোনার নিয়ে চম্পট দেয় এক ডাকাত দল। ঘটনার তদন্তে নেমে কর্নাটকের পুলিশ দুই দুষ্কৃতীর খোঁজ পায়। পুলিশ জানতে পারে অভিযুক্তরা এরাজ্যে গোপালনগরে আত্মগোপন করে রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপালনগর থানা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।

অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক দত্ত বলেন,  “কর্নাটকের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ধৃতদের নাম ছিল। পুলিশ গোপালনগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। অভিযুক্তদের জামিনের আবেদন করা হয়েছে। আদালত তা খারিজ করে দেয়। কর্ণাটক পুলিশ ৫ দিনের ট্রানজিট রিমান্ড চাইলে আদালত মঞ্জুর করে।”