Guma: জন্মদিনের পার্টিতে গুলি, গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনে দোষী সাব্যস্ত জমি ব্যবসায়ী

Guma: বারাসত আদালতে সেই মামলা বিচারাধীন ছিল। বারাসত সপ্তম এডিজে প্রঞ্জনা গার্গী ভট্টাচার্য হোসেন, এই খুনে অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে দোষী সাব্যস্ত করেন। আগামী ৩১ জুলাই বৃহস্পতিবার দোষী গৌতম দাসের সাজা ঘোষণা করা হবে।

Guma: জন্মদিনের পার্টিতে গুলি, গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনে দোষী সাব্যস্ত জমি ব্যবসায়ী
বিজন দাস খুনের মামলাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 29, 2025 | 5:32 PM

উত্তর ২৪ পরগনা:  অশোকনগরের গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিজন দাস খুনের মামলায় অভিযুক্ত গৌতম দাসেকে দোষী সাব্যস্ত করল বারাসাতের জেলা আদালত। ৩১ জুলাই সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত।

২০২৪ রাতে ২৫ ফেব্রুয়ারি এক তৃণমূল সমর্থকের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস। সেই সময় আচমকাই অতর্কিত হামলা করা হয় বিজন দাসের ওপর। পরপর গুলি করে খুন করেন এলাকারই জমি ব্যবসায়ী গৌতম দাস। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল।

বারাসত আদালতে সেই মামলা বিচারাধীন ছিল। বারাসত সপ্তম এডিজে প্রঞ্জনা গার্গী ভট্টাচার্য হোসেন, এই খুনে অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে দোষী সাব্যস্ত করেন। আগামী ৩১ জুলাই বৃহস্পতিবার দোষী গৌতম দাসের সাজা ঘোষণা করা হবে।

অন্যদিকে অভিযুক্ত গৌতম দাসের দাবি,  পুলিশ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও সরকারি আইনজীবী শান্ত বসু জানিয়েছেন, “সব দোষী নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। তার উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে।”