হাবড়া: বাথরুমে যাওয়ার জন্য রাতে ঘরের বাইরে বেরিয়েছিলেন। গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী। হাবড়ার গোয়ালবাটি এলাকার ঘটনা।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, চলতি মাসের ১১ তারিখ মাঝ রাতে গৃহবধূ বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বেরিয়েছিলেন। সে সময়ে অভিযুক্ত অন্ধকারে লুকিয়ে ছিল। অভিযুক্ত তাঁকে অন্ধকারে জোর করে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিলেন অভিযুক্ত।
পরবর্তীতে চলতি মাসের ১৬ তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ১৬ তারিখ বিকালেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয় অভিযুক্তকে।
পাশাপাশি অভিযোগকারী গৃহবধূকে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় হাবড়া হাসপাতালে। বিজেপি কর্মী গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পৌরসভার চেয়ারম্যান নারায়ণ শাহ বলেন, “শুনেছি হাবড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেফতার হয়েছে। আইন আইনের পথে চলবে।”
বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, “যদি অভিযুক্ত বিজয় মালাকার দোষী হন, আইন আইনের পথে চলবে।”