extra marital affairs: বন্ধুর স্ত্রীর সঙ্গেই…,তারই চরম খেসারত দিলেন সৌমিত্র

Habra: জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম সৌমিত্র সরকার। এই সৌমিত্রের সঙ্গে পেশায় তবলা বাদক সুশান্ত পালের খুব ভাল বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সূত্রে কয়েক বছর ধরে তাঁর বাড়িতে যাতায়াত ছিল সৌমিত্রর।

extra marital affairs: বন্ধুর স্ত্রীর সঙ্গেই...,তারই চরম খেসারত দিলেন সৌমিত্র
আহত ব্যক্তিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 09, 2025 | 4:58 PM

হাবড়া: বন্ধুর বাড়িতে যাতায়াত ছিলই। কিন্তু ভিতরে-ভিতর তাঁর বৌকেই পছন্দ হয়ে যাবে হয়ত বুঝে উঠতে পারেননি। আর তারই খেসারত দিতে হল এক ব্যক্তিকে। বন্ধুর বৌকে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলায় ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। পরকীয়া সম্পর্কের জেরে ওই ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। গোটা ঘটনায় জোর চাঞ্চল্য। শনিবার রাত পৌনে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে হাবড়ার বাণীপুর মধ্য হাড়িয়া পদ্যাপল্লী এলাকায়।

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম সৌমিত্র সরকার। এই সৌমিত্রের সঙ্গে পেশায় তবলা বাদক সুশান্ত পালের খুব ভাল বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সূত্রে কয়েক বছর ধরে তাঁর বাড়িতে যাতায়াত ছিল সৌমিত্রর। এর মধ্যেই সুশান্তর স্ত্রী দেবিকা পালের সঙ্গে ভালবাসার সম্পর্ক তৈরি হয় সৌমিত্রর বলে দাবি।

চার-পাঁচ মাস আগে তাঁরা একটি মন্দিরে নিজেরা বিয়ে করেন। এরপর চাঁদপাড়ার একটি জায়গায় ভাড়া থাকতে শুরু করে। সম্প্রতি, তাঁরা হাবড়ার বাণীপুরে তাঁর পরিচিত বন্ধুর বাড়ি ভাড়া নেয়। সেখানে গত সপ্তাহে সুশান্ত এসে তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দিলে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে দেবিকাকে ফিরিয়েও দেওয়া হয়।

তবে অভিযোগ, এরই মধ্যে শনিবার রাতে সাইকেল চালিয়ে এসে আচমকা দা দিয়ে আক্রমণ করা হয়। প্রথমে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।