Haroa Deadbody Recover: মাছের ভেড়িতে জল ঢালতে গিয়ে মাথায় ঢাকনা পড়ে মৃত্যু ব্যক্তির

Saumav Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 17, 2023 | 12:34 PM

Haroa Deadbody Recover: পরিবার সূত্রে খবর, গোপালপুর ২নং গ্রাম পঞ্চায়েতের গাগরামারি গ্রামের ঘটনা। জানা গিয়েছে, রবিবার ভোর রাতে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মেদিয়া গ্রামের মাছের ভেড়িতে জল ছাড়তে গিয়েছিলেন রবীন্দ্রনাথবাবু।

Haroa Deadbody Recover: মাছের ভেড়িতে জল ঢালতে গিয়ে মাথায় ঢাকনা পড়ে মৃত্যু ব্যক্তির
বসিরহাটে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বসিরহাট: মাছের ভেড়িতে জল ঢালতে গিয়ে বিপত্তি। বাক্সের ঢাকনা গায়ে পড়ে মৃত্যু ব্যক্তির।বসিরহাটের হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মেদিয়া গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ বৈরাগী (৫৫)। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পরিবার সূত্রে খবর, গোপালপুর ২নং গ্রাম পঞ্চায়েতের গাগরামারি গ্রামের ঘটনা। জানা গিয়েছে, রবিবার ভোর রাতে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মেদিয়া গ্রামের মাছের ভেড়িতে জল ছাড়তে গিয়েছিলেন রবীন্দ্রনাথবাবু। ঠিক সেই সময় জলের বাক্সের ঢাকনা পড়ে যায় তার মাথায়। কিন্তু অনেক চেষ্টা করেও নিজেকে উদ্ধার করতে পারেননি।

এরপর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর এলাকাবাসী মিলে তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় হাড়োয়া থানায়ও। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের এখানে মাছের ভেড়ি রয়েছে। ওইখানেই ও জল ঢালতে গিয়েছিল। সেই সময় পা পিছলে পড়ে যায়। আর তারপর জলের বাক্সের ঢাকা মাথায় পড়ে যায় ওর। তখনই রক্ত বের হয়।”

Next Article