Woman Harassment: মহিলাকে অচৈতন্য করার ইঞ্জেকশন দিয়ে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ডাক্তার

Hasnabad: স্থানীয় সূত্রে খবর, মহিলার স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। শারীরিক অসুস্থতা অনুভব করায় অভিযুক্ত চিকিৎসকের কাছে আসেন ডাক্তার দেখাতে। অভিযোগ, চিকিৎসক ইনঞ্জেকশন দেওয়ার নামে অচৈতন্য করার ইনঞ্জেকশন দেন। এরপর জ্ঞান হারান মহিলা। তখনই অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

Woman Harassment: মহিলাকে অচৈতন্য করার ইঞ্জেকশন দিয়ে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ডাক্তার
হাসনাবাদে ধর্ষণImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 29, 2024 | 2:57 PM

হাসনাবাদ: আরজি করের ঘটনার পর তোলপাড় বাংলা। এর মধ্যে ফের নারী নির্যাতনের ঘটনা এল প্রকাশ্যে। ডাক্তার দেখাতে আসা এক মহিলাকে অচৈতন্য হওয়ার ইঞ্জেকশন দিয়ে ধর্ষণের অভিযোগ। এরপর সেই ছবি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। গ্রেফতার চিকিৎসক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মহিলার স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। শারীরিক অসুস্থতা অনুভব করায় অভিযুক্ত চিকিৎসকের কাছে আসেন ডাক্তার দেখাতে। অভিযোগ, চিকিৎসক ইনঞ্জেকশন দেওয়ার নামে অচৈতন্য করার ইনঞ্জেকশন দেন। এরপর জ্ঞান হারান মহিলা। তখনই অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

তবে এখানেই শেষ নয়। এরপর সেই ছবি ভাইরাল করার হুমকি দিয়ে একাধিকবার মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়েও নিয়েছেন বলে দাবি নির্যাতিতার। এরপর ওই নিগৃহীতা সব কথা স্বামীকে জানান। স্বামী বাড়ি এসে ওই ডাক্তারের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারকে হাসনাবাদ থানার পুলিশ গতকাল রাতে গ্রেফতার করেছে। নির্যাতিতার স্বামী বলেন,  “আজ তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং ওই মহিলার গোপন জবানবন্দী নেওয়া হবে। আমার স্ত্রী চিকিৎসার জন্য গিয়েছিল। সেই সময় ইঞ্জেকশন দেয়। তারপর জ্ঞান হরান। আর তারপর এই কাজ।”