Hemnagar: নদী সাঁতরে জঙ্গলের পথ ধরে সুন্দরবনে ঢুকছিলেন ওঁরা… কী উদ্দেশ্য?

Hemnagar: রাতে ভারত বাংলাদেশের সুন্দরবন লাগোয়া কালিন্দী নদীর জল সীমান্ত পার হয়ে এই দুই বাংলাদেশি নাগরিক ভারতে ঢোকার চেষ্টা করছিল । সেই সময় নদীতে টহলদারি বিএসএফ জওয়ানরা দেখতে পেয়ে তাদেরকে আটক করে হেমনগর থানার পুলিশের হাতে তুলে দেয় ।

Hemnagar: নদী সাঁতরে জঙ্গলের পথ ধরে সুন্দরবনে ঢুকছিলেন ওঁরা... কী উদ্দেশ্য?
ধৃত দুই বাংলাদেশিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 24, 2025 | 5:30 PM

উত্তর ২৪ পরগনা:  সুন্দরবন লাগোয়া ভারত বাংলাদেশের কালিন্দী নদী পার হয়ে ভারতে ঢোকার সময় বিএসএফ-এর জালে দুই বাংলাদেশি নাগরিক। গ্রেফতার করল হেমনগর থানার পুলিশ।  পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোহম্মদ সুরমান হোসেন গাজি ও আজিজুল ইসলাম । দু’জনের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে ভারত বাংলাদেশের সুন্দরবন লাগোয়া কালিন্দী নদীর জল সীমান্ত পার হয়ে এই দুই বাংলাদেশি নাগরিক ভারতে ঢোকার চেষ্টা করছিল । সেই সময় নদীতে টহলদারি বিএসএফ জওয়ানরা দেখতে পেয়ে তাদেরকে আটক করে হেমনগর থানার পুলিশের হাতে তুলে দেয় । হেমনগর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

সীমান্তে কড়া নজরদারির মধ্যেও চোরা পথে যে অনুপ্রবেশকারী ভারতের ভূ খণ্ডে ঢুকে পড়ছে, তার আরও একবার প্রমাণ মিলল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতরা সাঁতরে নদী পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। কী উদ্দেশে তাঁরা ভারতে ঢুকছিল, তাঁদের কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনী।