Sodepur Rail Station: চরম বিপত্তি সোদপুর স্টেশনে, লরির ধাক্কায় ভাঙল রেলের হাইট গেট
Sodepur Rail Station: স্থানীয় এক বাসিন্দার দাবি, বেআইনিভাবে বেশি জিনিস বোঝাই করে নিয়ে যাওয়ার জন্য এভাবে ৮ নম্বর ক্রসিং-এর এই গেটটি ভেঙে পড়েছে। ঘটে যেতে পারত বড়সড় বিপদ। সম্প্রতি বর্ধমান স্টেশনে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, সে কথাই মনে পড়ছে অনেকের।
সোদপুর: কয়েকদিন আগেই বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে তৈরি হয়েছিল বিপত্তি। সেই ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছিল তিনজনের। এবার নয়া বিপত্তি সোদপুরে। উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যস্ত এই স্টেশনে ভেঙে পড়ল লেভেল ক্রসিং-এর হাইট গজ গেট। ওই ক্রসিং দিয়ে প্রতিদিন বহু মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করেন। শনিবার সকালে একটি লরির ধাক্কায় গেটটি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে বড়সড় বিপদ ঘটতে পারত বলে মনে করছে এলাকাবাসী। তবে বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
শনিবার সকাল থেকে এই ঘটনার জেরে বড়সড় সমস্যার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা। গেটটি ভেঙে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে লেভেল ক্রসিং। ফলে ওই রুট ব্যবহার করা যাচ্ছে না যাতায়াতের জন্য। অন্য রুট দিয়ে ঘুরে যেতে গিয়ে তৈরি হচ্ছে ব্যাপক যানজট। গন্তব্য পৌঁছতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। ইতিমধ্যেই গেটটি সরানোর কাজ শুরু হয়েছে। ক্রেন এনে সেই কাজ চলছে। স্থানীয় এক বাসিন্দার দাবি, বেআইনিভাবে বেশি জিনিস বোঝাই করে নিয়ে যাওয়ার জন্য এভাবে ৮ নম্বর ক্রসিং-এর এই গেটটি ভেঙে পড়েছে।
সম্প্রতি ৫৩ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে। আচমকাই ভেঙে পড়ায় নীচে অপেক্ষমান যাত্রীদের অনেকেই আহত হন। ভাঙা ট্যাঙ্কের তলায় আটকেও পড়েন বেশ কয়েকজন। পরে তিনজনের মৃত্যুর খবর আসে। এর আগে ২০২০ সালে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে ভেঙে পড়ে ঝুল বারান্দা। ঘটনায় আহত হয়েছিলেন দুজন।