
উত্তর ২৪ পরগনা: দুর্গাপুজোর সপ্তাহে কি বাঙালির পদ্মার ইলিশ হাতছাড়া? দুর্গাপুজোর আগে বাঙালির পাতে পড়ার কথা ছিল পদ্মার ইলিশের। কিন্তু ঠিক পুজোর সপ্তাহেই পদ্মার ইলিশ না আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এক্ষেত্রে বাংলাদেশ সরকারের দ্বিচারিতার অভিযোগ উঠছে। এই মরসুমে দুর্গাপুজোকে সামনে রেখে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় ৩৫৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করবে। গড়ে প্রতিদিন ৫০ টন ইলিশ আসছে ভারতে। যা খোলা বাজারে দাম হচ্ছে ১৫০০ টাকা ২০০০ টাকার মধ্যে।
বাংলাদেশ সরকার একই সঙ্গে ৩০ অক্টোবর পর্যন্ত ভারতকে ইলিশ রফতানি করবে প্রতিশ্রুতি দিয়েও ১২ অক্টোবর থেকে পদ্মা মেঘনাতে ইলিশ ধরা এবং নিষিদ্ধ ঘোষণা করেছে। সেক্ষেত্রে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যে ইলিশ রফতানি বাংলাদেশের করার কথা, সেটা কীভাবে হবে এই নিয়েই প্রশ্ন তুলছেন ‘অল ইন্ডিয়া ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন’ এর সভাপতি অতুলচন্দ্র দাস।
তাঁর দাবি, এটা বাংলাদেশ সরকার দ্বিচারিতা করছে।
ইলিশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত পুজোর সময় ইলিশ পাওয়ার শেষ রক্ষা নাও হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিশেষ করে ডায়মন্ড হারবার দিঘাতে এত ছোট ওজনের ইলিশ ধরে নেওয়া হচ্ছে যার ফলে পদ্মা ইলিশের চাহিদা অনেকটা কমে যাচ্ছে। তাঁদের দাবি, দুটো সরকারেরই ইলিশের প্রতি আরও সচেতন হওয়া দরকার। তবে সাধারণ মানুষ যে দামেই হোক না কেন ইলিশ হাতে পেয়ে বেজায় খুশি।