Kalimpong: কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১, আশঙ্কাজনক দক্ষিণেশ্বরের একই পরিবারের ৫ জন
Kalimpong: কালিম্পংয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। আশঙ্কাজনক একই পরিবারের ৫ জন। ভর্তি হাসপাতালে। মৃত ১। শোকের ছায়া দক্ষিণেশ্বরের ডোমেস্টিক পাড়া এলাকায়।
দক্ষিণেশ্বর: পাহাড়ে বড় বিপদের মুখে দক্ষিণেশ্বরের (Dakshineswar) ৬ বাসিন্দা। বৃহস্পতিবার সকালে কালিম্পং (Kalimpong) যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। সূত্রের খবর, গাড়িতে চালক ছাড়াও ওই পরিবারের আরও ৬ জন ছিলেন। প্রত্যেকেরই বাড়ির দক্ষিণেশ্বরের ডোমেস্টিক পাড়ায়। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। নাম ইন্দাশিস চক্রবর্তী। তিনি এমবিএ পড়ছিলেন বলে খবর। গাড়িতে থাকা বাকি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণেশ্বরের ডোমেস্টিক পাড়ায়। কান্নার রোল পরিবারে।
ঘটনায় পরিবারের পরিবারের সদস্য সঞ্চিতা ভট্টাচার্য বলছেন, “আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পথেই এ ঘটনা ঘটে যায়। বাগডোগরার কাছাকাছি এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এইটুকুই ফোনে জানতে পেরেছি।” সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটে এদিন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে সাতটা নাগাদ। ফোনেই খবরটা আসে দক্ষিণেশ্বরের বাড়িতে। সেখানেই জানানো হয় ইন্দাশিসের মৃত্যুর খবরটা।
পরিবারের আর এক সদস্য বলছেন, “ওরা কালিম্পংয়ের দিকে যাচ্ছিল। গতকাল রাতে ওরা রওনা দিয়েছিল। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ আমাদের কাছে ফোনটা আসে। তখনই এটা জানতে পারি। ফোনেই জানানো হয় দাদা মারা গিয়েছি। বাকিরা হাসপাতালে ভর্তি আছে।”