
বনগাঁ: সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় প্রেমিক। আর তাতেই রেগে লাল বিবাহিত প্রেমিকা। রাগের বশে যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। একইসঙ্গে, ব্লেড দিয়ে ওই যুবকের হাত কেটে দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগের এখানেই শেষ নয়। গুরুতর অভিযোগ তুলেছেন আক্রান্ত যুবকের পরিবারের সদস্যরাও। তাঁদের দাবি, খাবারে বিষ মিশিয়ে তাঁদের মারার চেষ্টা করেছেন ওই গৃহবধূ। এমনকি বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেই ব্য়াপক শোরগোল উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার সভাইপুর এলাকায়।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার সভাইপুর এলাকায়। ইতিমধ্যেই আক্রান্ত যুবক সোমবার ওই তরুণীর বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেতেই অ্য়াকশন নেয় পুলিশ। গৃহবধূকে গ্রেফতারও করা হয়। এদিনই তোলা হয় আদালতে।
সম্পর্কের কথা স্বীকার করে যুবক বলছেন, “পাশের বাড়ির এক মহিলার সঙ্গে আমার সম্পর্ক ছিল। কথা হত মোবাইলে। এখন আমার উপর রাগ করে আমার ভাইপোকে কীটনাশক ওষুধ খাইয়েছিল। তারপর আমি ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। তাতেই আরও রেগে গিয়ে রাতে আমার উপর চড়াও হয়। মাথা ফাটিয়ে দেয়। ব্লেড দিয়ে হাত কেটে দেয়। রাতের অন্ধকারে আমার দাদার ঘর পুড়িয়ে দিয়েছে। আমাদের খাবারের মধ্যেও ইঁদুর মারা বিষ দিয়ে দিয়েছিল। সে কারণেই আমি ওর সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেছি।”