
গাইঘাটা: আম পাড়তে গিয়ে মর্মান্তিক কাণ্ড। ছাদ থেকে পড়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া এলাকায়। এই এলাকাতেই বাড়ি সীমা ব্যাপারীর (৪১)। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার বিকাল ৪টে নাগাদ ছাদে উঠেছিলেন ওই গৃহবধূ। সেখান থেকেই পড়ে গিয়ে বিপত্তি। স্থানীয় বাসিন্দারেই দেখতে পান বাড়ির নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সীমা। তাঁরাই তাঁকে উদ্ধার করে দ্রুত চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বাড়ির সামনেই রয়েছে আম গাছ। সেখান থেকে প্রয়োজনে আমও পাড়া হয়। সেই আম পাড়তে গিয়েই পড়ে গিয়ে থাকতে পারেন সীমা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শোকের ছায়া পরিবারে। শোকের ছায়া গোটা এলাকাতেও।
সীমা দেবীর কাকা শ্যামল হালদার বলছেন, “আমি তো শুনলাম আম পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছে। তবে বাড়ির লোক কেউ শুরুতে টের পায়নি। রাস্তায় পড়েছিল। পাড়ার লোকজন দেখে ওকে উদ্ধার করে। ওর পাশে কিছু আম ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ওটা দেখেই সবাই মনে করছে আম পাড়তে গিয়েই পড়ে গিয়েছে।”